News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

গুজব ছড়াবেন না : সেলিম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৭:০৪ পিএম গুজব ছড়াবেন না : সেলিম ওসমান

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান বলেছেন, এটা শুধু নারায়ণগঞ্জের প্রোগ্রাম না। আমি এমপি হওয়ার পরের বছরের এখানে একটা গুজবে ১০জনের প্রাণ গেছে। এমন গুজব যদি কেউ আবারো ছড়ানোর চেষ্টা করলে মনে রাখবেন এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম, কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। আমি পুলিশ সুপারকে কঠোর ভাবে নির্দেশনা দিচ্ছি, গুজব ছড়ানো ব্যক্তি যেই হোক তাকে যেন ছাড় না দেওয়া হয়।

পূর্ণ্যার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনারা আর একটা বছর অপেক্ষা করেন। উন্নয়ন কাজ গুলো সম্পন্ন হলে আপনাদের আর কোন কষ্ট হবেনা স্নান উৎসবে।

মঙ্গলবার ২৮ মার্চ রাত ১০টায় তিথি লগ্নে মঙ্গল প্রদীপ জ্বেলে উৎসবের উদ্বোধন করেন রামকৃষ্ণ মিশনের স্বামী একনাথনন্দজী মহারাজ স্নান উৎসব- ২০২৩ অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফেজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, বন্দর উপজেলার ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার। আরো উপস্থিত ছিলেন, এফবিসিসি আই এর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য মাসুম আহম্মেদ, মহনগর জাতীয় পার্টির সাধারণ সম্পদাক ও ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসনে, বন্দর উপজেলার নারী ভাইস চেয়ারম্যান ছালিমা হোসেন শান্তা, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন সহ অন্যান্যরা।

Islams Group
Islam's Group