News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
‘ফুটপাতে হোটেল’

এমপির কথা শুনলো না কেউ!


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৭, ২০২৩, ১১:০৬ পিএম এমপির কথা শুনলো না কেউ!

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সম্প্রতি শহরের যানজট নিরসনে পুলিশকে ২৫ লাখ টাকা দেওয়ার পাশাপাশি হোটেল মালিকদের অনুরোধ করেছিলেন ফুটপাত দখল করে ইফতার বিক্রি না করতে। কিন্তু মাসুদ, হোন্ডা বাহিনী অথবা হোটেল মালিক; কেউই যেন শুনলো না এমপির কথা!

ইফতারের আগে নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে ২নং রেলগেট পর্যন্ত ঘুরে দেখা যায়, ফুটপাতগুলোতে বেশ আয়োজন করে ইফতার বিক্রি করতে বসেছে বড় বড় হোটেলের কর্মচারীরা। তাঁরা ফুটপাতের উপর বাঁশ দিয়ে রঙিন কাপড় টানিয়ে, নিচে টেবিল পেতে সেখানে হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে। ফুটপাত দখল করে ইফতার বিক্রি করা হোটেলগুলোর মধ্যে বেশ কয়েকটি নামকড়া হোটেলও আছে। যেমন- সুগন্ধা, মনির রেস্তোরাঁ, পোর্ট ড্যান্ডি ইত্যাদি। এছাড়াও আরো অনেক ছোট-বড় হোটেল ও দোকানিকে দেখা গেছে ফুটপাত দখল করে ইফতার বিক্রি করতে। যার ফলে রমজান মাসে সাধারণ মানুষকে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সড়কের উকিলপাড়া এলাকায় ভোগান্তির কথা স্বীকার করে আসলাম নামে এক পথচারী বলেন, যানজটের কারণে রাস্তা দিয়ে রিকশায় তো চলাচল করাই যায় না। তাই শহরের অধিকাংশ মানুষ ফুটপাত দিয়ে বেশি চলাফেরা করে। তবে এখন তাও সম্ভব হচ্ছে না। অনেক স্থানে ফুটপাতে হোটেল বসিয়ে চলার পথ আটকে ফেলা হয়েছে। বিকেলের পর সেখানে ক্রেতা আর বিক্রেতাদের ভিড় জমে থাকে। চলাচল করার উপায় থাকে না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, তাঁরা যেন বিষয়টা একটু দেখে।  

চাষাঢ়ার নূর মসজিদের সামনে ইমরান নামে এক পথচারী বলেন, চাষাঢ়া থেকে ডিআইডি পর্যন্ত বঙ্গবন্ধু সড়রের দুই পাশের ফুটপাত প্রায় যাতায়তের অযোগ্য হয়ে গেছে। এটিকে হকার মার্কেট বললেই ভালো হবে। জনপ্রতিনিধি, প্রশাসন কেউই বিষয়টি নিয়ে চিন্তা করে না। কারণ তাদের তো সমস্যা নেই, সমস্যা হলো আমাদের সাধারণ মানুষের।

তবে এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা হোটেল মালিক সমিতির সভাপতি মনির রেস্তোরাঁর পরিচালক মনিরুজ্জামার মনির বলেন, আমি ফুটপাতে বিক্রি করি না। ঐটা আমার নিজের জায়গা। আর শহরে যেসব হোটেলগুলো ফুটপাতে ইফতার বিক্রি করে, তাঁরা আমাদের সমিতির সদস্য না। আমরা সবাইকে নিষেধ করে দিছি। আর আপনারা সাংবাদিকরা বিবেক দিয়ে চিন্তা কইরা দেখেন, এই একটা মাস বিক্রি না করলে; আমরা চলমু কেমনে। আমাগো কতো কর্মচারী আছে তাদের বেতন দিমু কেমনে। তাই এইসব কইরেন না!

উল্লেখ্য, গত ৯ মার্চ নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান নিউজ নারায়ণগঞ্জকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘স্থানীয় রেস্টুরেন্টগুলোর কাছে আমি অনুরোধ রাখবো তাঁরা যেনো কোনো অবস্থায় তাদের দোকানের বাহিরে ফুটপাতের মধ্যে ইফতারি বিক্রি না করে। এই ব্যাপারে সিটি করপোরেশনের সহযোগিতা আমি চাইবো।’

Islams Group
Islam's Group