News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মেলা বসানোর বিপক্ষে এমপি ও নেতারা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ১০:৫১ পিএম মেলা বসানোর বিপক্ষে এমপি ও নেতারা

লাঙ্গলবন্দ অষ্টমী পূণ্যস্নান উদযাপন সফল করার লক্ষ্যে বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতিমূলক সভা শেষে লাঙ্গলবন্দ স্নান উৎসব এলাকা ঘুরে প্রস্তুতি কাজের পরিদর্শন করেন নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

বন্দর উপজেলার নির্বার্হী কর্মকর্তা (ইউএনও) কুদরত-এ-খোদা বলেন, লাঙ্গলবন্দ মহাষ্টমী স্নানকে শুধু বন্দরের উৎসব ভাবলে চলবে না। এটি একটি জাতীয় ইস্যু। সামনে জাতীয় নির্বাচন আসছে, আর করোনা মহামারীর পর এটি হতে যাচ্ছে বিপুল সংখ্যক মানুষের সমাগমের উৎসব। তাই এ উৎসবকে ঘিরে প্রশাসনের কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ইতোমধ্যে আমার সমস্যাবলী চিহ্নিত করেছি। সবকিছুই দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকল দপ্তর একত্রে একে অপরের সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। কোন একজন যদি অসহযোগিতা পেয়ে ব্যর্থ হয় তাহলে কিন্তু সবাই ব্যর্থ হবে এই বিষয়টি মাথায় রেখেই সকলে সার্বিক সহযোগিতা করবেন।

সভায় উদযাপন কমিটির সভাপতি সরোজ কুমার সাহা লাঙ্গলবন্দ স্নান  উৎসব উদযাপনে সার্বিক সহযোগিতা এবং সার্বক্ষণিক খোঁজ খবর রাখায় নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে তিনি জেলা ও উপজেলা প্রশাসন এবং সংসদ সদস্য সেলিম ওসমানের প্রতি দাবি রেখে বলেন, যদি লাঙ্গলবন্দ এলাকায় তাদেরকে জায়গা বরাদ্দ দেওয়া হয় তাহলে তাঁরা কয়েকজন ব্যবসায়ী এবং নেতৃবৃন্দ নিজস্ব উদ্যোগে সেখানে তীর্থ যাত্রীদের জন্য স্থায়ী ক্যাম্প নির্মাণ করে দিবেন যাতে করে বছর বছর এমন ক্যাম্প করতে না হয়।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিপন সরকার বলেন, ২০১৬ সালের দুর্ঘটনার পর থেকে সংসদ সদস্য সেলিম ওসমান এই উৎসবটি সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সফল করতে যে ধরনের সহযোগিতা করে আসছেন তা দৃষ্টান্ত হয়ে থাকবে। লাঙ্গলবন্দকে একটি আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র করতে তিনি উদ্যোগ নিয়েছেন। সরকার প্রকল্পের অর্থ অনুমোদন করেছেন, বিশ্ব মন্দা, করোনার কারণে কাজে কিছুটা ধীরগতি। তারপরও যেটুকু উন্নয়ন হয়েছে তাতে করে এ বছর স্নান উৎসবে খুব বেশি সমস্যা সৃষ্টি হবে না। উৎসবটি শান্তিপূর্ণভাবে সফল করতে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনসহ স্থানীয় লোকজন সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সভায় প্রশাসনিক কর্মকর্তা ও নেতৃবৃন্দ স্নান  ঘাট এলাকায় বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করেন তা দ্রুত সময়ের মধ্যে সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করেন। যার মধ্যে স্নান এলাকায় নিরবচ্ছিন্ন নিশ্চিতকরণ, বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থা, স্নান শেষে চেঞ্জিং রুমগুলো সংস্কার, টয়টেল স্থাপন, ঘাটগুলোতে কচুরিপানা পরিষ্কার, নদের জল স্বচ্ছ রাখতে মিল কারখানাগুলোকে বর্জ্য অপসারণে নিষেধাজ্ঞা প্রদান, যাতায়াতের রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা, রাস্তায় ছিনতাই রোধ, স্নান  চলাকালীন সময় শীতলক্ষ্যা নদীতে দুই দিন বালুবাহী ট্রলার চলাচলে নিষেধাজ্ঞা, বন্দর খেয়াঘাটে নৌকার মাঝি ও পকেটমারদের নৈরাজ্য বন্ধ করাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া কথা বলা হয়েছে।

এছাড়াও তীর্থস্থান এলাকায় আগাত পূণ্যার্থীদের যাতায়াত রাস্তা সচল রাখতে সেখানে কোন অবস্থাতেই মেলা বসানোর অনুমতি দেওয়া হবে না বলে কঠোরভাবে থানা পুলিশকে নির্দেশনা দিয়েছেন সংসদ সদস্য সেলিম ওসমান। তাঁর এমন সিদ্ধান্তের সাথে একমত হয়েছে হিন্দু নেতৃবৃন্দও।

অভিযোগ রয়েছে উপজেলা প্রশাসন এবং হিন্দু নেতৃবৃন্দ কেউ সেখানে মেলা বসানোর পক্ষে না থাকলেও স্থানীয় একজন জনপ্রতিনিধির লোকজন সেখানে মেলা বসানোর পক্ষে অবস্থান নিয়েছেন। তাই এমপি সেলিম ওসমান থেকে মেলা না বসাতে বন্দর থানার ওসিকে কঠোর নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বন্দর উপজেলা পরিষদ কমপ্লেক্সের সম্মেলন কক্ষে নির্বাহী কর্মকর্তা(ইএনও) কুদরত-এ-খোদ এর সভাপতিত্বে উক্ত প্রস্তুতিমূলক সভাটি অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন ও উদযাপন কমিটির পক্ষ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভা চলাকালীন ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যোগ দিয়ে দিক নির্দেশনা প্রদান করেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও স্নান  উদযাপন পরিষদের উপদেষ্টা একেএম সেলিম ওসমান।

সভায় আরো উপস্থিত ছিলেন বন্দর উপজেলার চেয়ারম্যান এম.এ রশিদ, বন্দর উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা সুরাইয়া ইয়াসমিন, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর কুমার সাহা, লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহা, বন্দর ইউনিয়নের চেয়ারম্যান এহসান উদ্দিন, মদনপুর ইউনিয়নের চেয়ারম্যান এম.এ. সালাম, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান কামাল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সরকার, বন্দর উপজেলার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস ও পল্লী বিদ্যুৎ, আনসার পিডিবি, এলজিডি, ফায়ার সার্ভিস, জনস্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ ।

উল্লেখ্য, বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে অবস্থিত লাঙ্গলবন্দ এলাকায় উক্ত মহাষ্টমীর স্নান  উৎসবটি অনুষ্ঠিত হয়। প্রস্তুতিমূলক ওই সভায় উপস্থিত ছিলেন না মুছাপুর ইউনিয়নের চেয়ারম্যান মাকসুদ হোসেন।

Islams Group
Islam's Group