News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

মাসদাইরে বিস্ফোরণ : সন্তান জন্ম দেওয়া সেই নারীর মৃত্যু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৭:৩৮ পিএম মাসদাইরে বিস্ফোরণ : সন্তান জন্ম দেওয়া সেই নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানার মাসদাইর ১০ তলা ভবনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুত্রসন্তান জন্ম দেওয়া কুলসুম বেগম (২৪) মারা গেছেন। ২৩ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ছয়টায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

১২ মার্চ সন্ধ্যায় খন্দকার ম্যানশনে এ ঘটনায় ভবনটির ছয়তলা ফ্ল্যাটের বাসিন্দা মাসুদ পাটোয়ারীর স্ত্রী কুলসুম আক্তার ও তাঁর তিন বছর বয়সী ছেলে খালিদ দগ্ধ হয়। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ধরে যায়। আগুনে ওই ফ্ল্যাটের দরজা-জানালা আসবাবপত্র পুড়ে গেছে।

১৩ মার্চ বেলা ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুমের সন্তানের জন্ম হয়। সন্তান জন্মের ১০ দিন পরে মা কুলসুম মারা গেলেন।

গ্যাসলাইনের লিকেজ থেকে এই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড হতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

Islams Group
Islam's Group