News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

‘নিজের বাড়ি আছে এটা বিশ্বাস হইতাছে না’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৩, ২০২৩, ০৬:৫০ পিএম ‘নিজের বাড়ি আছে এটা বিশ্বাস হইতাছে না’

গত বছরও ফতুল্লার মুসলিম নগরের একটি ভাড়া বাড়িতে পরিবার নিয়ে ঈদ পালন করেছিলেন তাসলিমা বেগম। তবে এবার তার ঈদ হবে নিজ বাড়িতে। কারণ মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেওয়া একটি ঘর উপহার হিসেবে পেয়েছেন তিনি। তাই মুসলিম নগরের ভাড়া বাড়ি ছেড়ে তার নতুন ঠিকানা এখন সদর উপজেলার গোগনগর ইউনিয়ন পরিষদের আশ্রয়ন প্রকল্পে।

বুধবার (২২ মার্চ) নারায়ণগঞ্জ সদর উপজেলার অডিটোরিয়াম ভবনে তাসলিমাসহ ৯৮ জন ভূমি ও গৃহহীন নারী পুরুষের হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়া হয়। এ সময় এই প্রতিবেদকের সাথে কথা হয় ষাট্টোর্ধ্ব তাসলিমা বেগমের।  

নতুন ঘরের কথা বলতে গিয়ে প্রথমেই চোখ দিয়ে পানি চলে আসে তাসলিমা বেগমের। তাই শাড়ির আচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে তিনি বলেন, ‘মুসলিম নগর এলাকায় এক সময় আমার স্বামীর নিজের বাড়ি আছিল। বিএনপির আমলে একলোক স্বামীর কাছ থেকে টিপ সই নিয়া সেই বাড়ি তার নামে কইরা লয়। এরপর থেকে আমরা সেই এলাকায় জমি ভাড়া নিয়া ঘর তুইল্লা থাকতাম। কখনো ভাবি নাই, নিজের বাড়িতে উঠতে পারমু। কিন্তু আইজ ২ শতাংশ জমির উপর ঘর পাইলাম। প্রধানমন্ত্রী দিসে। আমি সারা জীবন তার লাইগা দোয়া করমু।’

তাসলিমা বেগম বলেন, তিন বছর আগে আমার স্বামী মারা গেছে। তিন ছেলে আর এক মেয়ে আছে। এদের সাবাই বিয়া করছে। এরমধ্যে বড় ছেলের বউ কিছুদিন আগে বাচ্চা হইতে গিয়া মারা গেল। এরপর বড় পোলা পাগল। আমি ইন্সুরেন্স কোম্পানিত চাকরি কইরা কিছু টাকা জমাইছিলাম। তবে ছোড পোলা যখন হুন্ডার এক্সিডেন্ট করে, তখন সেই জমানো টাকা সব ডাক্তাররে দিয়া ফেলছি। পরে আবার সুদে টাকা তুইল্লা মাইয়া বিয়া দিছি। অনেক কষ্ট আছিল আমার। এখন নিজস্ব বাড়ি হওয়ায় একটু হইলেও উপকার হইল আমার। আর আমার যে এখন একটা নিজের বাড়ি আছে, এটা এখনো বিশ্বাস হইতাছে না বাবা। আল্লাহ সবাইরে সুখে রাখুক এইটাই আমি চাই।

এর আগে, বুধবার সকালে গণভবন থেকে ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। এরপর সারাদেশের বিভিন্ন উপজেলায় প্রায় ৪০ হাজার পরিবারকে নতুন ঘর উপহার দেওয়া হয়।

Islams Group
Islam's Group