নারায়ণগঞ্জ শহরের দেওভোগে ‘শেখ রাসেল নগর পার্ক ও বাবুরাইল খাল’ এর প্রশংসা করলেও শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনার ‘ভালো না’ মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। তিনি বলেছেন, এখানে আসার সময় চমৎকার লেক দেখলাম। কিন্তু চাষাঢ়ায় এসে এ শহীদ মিনার আমার পছন্দ হয়নি, ভালো হয়নি। কারণ এখানে দুর্গন্ধ আছে। পরিবেশ ভালো না। দেশের অনেক এলাকাতে শহীদ মিনার দেখেছি কিন্তু নারায়ণগঞ্জের মত এত গন্ধ পাইনি। আমি নারায়ণগঞ্জে কোন দুর্গন্ধ দেখতে চাই না।
শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় নারায়ণগঞ্জের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে কৃষক শ্রমিক জনতা লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বসেব কথা বলেন।
বঙ্গবীর বলেন, নারায়ণগঞ্জের সাথে আমার রক্তের বন্ধন, আমি নারায়ণগঞ্জকে ভালোবাসি। আমার দাদা এই নারায়ণগঞ্জে পাটের ব্যাবসা করতেন।
তিনি আরও বলেন, গামছার দল করি বলে নৌকাওয়ালারা ভাববেন না, বঙ্গবন্ধু সবখানি আপনার। বঙ্গবন্ধু যখন মারা যায় তার তিন ছেলেকে যখন মেরে ফেলা হয় অনেক বড় বড় আওয়ামী লীগ নেতারা তখন ইঁদুরের গর্তে লুকিয়েছিলেন। আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে ওরা নির্বংশ করতে পারেনি। বঙ্গবন্ধু হত্যার বদলা আমি নেবোই নেবো। যদি প্রতিবাদ না করতাম আমার ছোট ভাই শামীমও বাঁচত না, আইভীও বাঁচত কী-না জানি না। তাই একটু ভেবে চিন্তে কথা বলবেন। আজ দেশের অবস্থা একেবারে ভালো না। আমাদের বিএনপির একজন নেতা, ভালো মানুষও বলা যায় তাকে। তিনি হঠাৎ কেন যেন বলে বসলেন বাংলাদেশ থেকে পাকিস্তান ভালো ছিল। যে বাংলাদেশের জন্য আমি রক্ত দিয়েছি, সত্যিকারের রক্ত। কারও যদি মনে হয় বাংলাদেশের চাইতে পাকিস্তান ভালো ছিল তার এক মুহূর্ত বাংলাদেশে থাকার দরকার কী। তুমি পাকিস্তানে গিয়ে নাচানাচি করো। বাংলাদেশে তোমার থাকার দরকার নেই।
আপনার মতামত লিখুন :