News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নোংরামী করবো না উচিত জবাব দিব : আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৮:০৯ পিএম নোংরামী করবো না উচিত জবাব দিব : আইভী

শামীম ওসমানকে উদ্দেশ্য করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ধিক্কার জানাই ওই নেতাকে নোংরামি করবেন নোংরামি জবাব আমি নোংরামীভাবে দিবো না। আমি নোংরামী করতে পারবো না এত নিচে নামতে পারবো না। আমার পারিবারিক শিক্ষা এটা নিচু নয়। কিন্তু জবাব আপনারা পাবেন। ইতোমধ্যে দেখেছেন বন্দরে হোন্ডাবাহিনীকে প্রতিহত করেছে সাধারণ জনগণ। আরও কিছুদিন আগে এখানে হোন্ডা রেখে দিয়েছিলো। পরে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। আমার যেতে হয় না। আমাদের কাজ হচ্ছে মানুষকে সাহসিকতা করা। এই শহরের মানুষকে জাগিয়ে তোলা।

শুক্রবার (১৭ মার্চ) দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা মিলাদ ও কেক কাটা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমি একজন অতন্দ্র প্রহরীর মতো নারায়ণগঞ্জবাসীর পাশে আছি। বঙ্গবন্ধুর আদর্শের কর্মী হয়ে শেখ হাসিনার কর্মী ক্ষুদ্র কর্মী হয়ে পদ-পদবীর দরকার নেই আমার যত অনুসারী আছে কেউ বলবে না পদবী দিতে হবে। পদ-পদবী ছাড়া আমি আছি। আজকে যারা ৫০-৬০ বছর যাবৎ এই শহরের জমিদারি করেছে ওই জমিদারীর অপসারণ ঘটাতে চাই। সব জায়গায় এইসব জমিদারির অপসারণ ঘটাতে চাই। শুরু হয়ে গেছে জনগণ শুরু করেছে। আমি নোংরামীর রাজনীতি করতে পারবো না কিন্তু আপনার নোংরামীর জবাব দিতে পারবো সাহসিকতার সহিত। আমি ১৯৮১ সালের পুনরাবৃত্তি ঘটাতে চাই না। কোনো অবস্থাতেই এই ধরনের অবস্থা সৃষ্টি হোক। কিন্তু মনে রাখবেন যদি উত্তপ্ত করতে চান তাহলে ছাড় দেয়া হবে না। বাড়াবাড়ি ভালো নয়। শেখ হাসিনার উন্নয়নের কথা বলেন। অনেক সময় অনেক কিছু করে মেনে নেই না। বলি প্রতিহত করবো। কিন্তু এই রকম নোংরামী বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, অনেকে দাঁড়িয়ে বড় বড় কথা বলে। চাপাবাজি করা আর কার পিছনে কাকে লাগিয়ে দেয়া যায় নারায়ণগঞ্জের মানুষ এখন আর সেটা আর বিশ্বাস করে না। আমাদের বাম দলের নেতা হাফিজ সাহেব উনি এত নীতি কথা বলেন। উনি নাকি গরীব মানুষের পক্ষে কথা বলেন। গরীব মানুষের পক্ষে কথা বলা এই বিশৃঙ্খলা সৃষ্টি করা। শেষ পর্যন্ত তিনি আর কিছু পেলো না আমার সুইপারদের নিয়ে রাজনীতি করা শুরু করেছে। এটার নাম কি রাজনীতি। এই ধরনের বড় বড় নেতাদের এই ধরনের নোংরা রাজনীতি শোভা পায় না।

আইভী বলেন, ১৯৮১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ঢাকার বাইরে প্রথম সংবর্ধনা দিয়েছিলো নারায়ণগঞ্জে আলী আহম্মদ চুনকা। আলী আহম্মদ চুনকা ছিলেন শহর ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং একাধারে নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান। শেখ হাসিনাকে যেদিন সংবর্ধনা দেয়া হবে ঠিক ওইদিন এরকমভাবে নারায়ণগঞ্জের কতিপয় নেতা ঢাকা-ফতুল্লা রোডের মধ্যে ময়লা ফেলে রেখেছিলো। আমার বাবা আলী আহম্মদ চুনকা দাঁড়িয়ে রেখে এগুলো পরিস্কার করে সুশৃঙ্খলভাবে শেখ হাসিনা সংবর্ধনা দিয়েছিলো। সেই সংবর্ধনা অনুষ্ঠানে কি হয়েছিলো নারায়ণগঞ্জবাসী জানে তার ইতিহাস। আমি চাই না সেই ধরনের ঘটনার পুনরাবৃত্তি নারায়ণগঞ্জে হোক।

বক্তাবলীতে স্কুলছাত্রকে মেয়ে ভাগিয়ে নিয়ে আসার পরামর্শ প্রসঙ্গে তিনি বলেন, ইভটিজিং বন্ধ করেন। জাতীয় সংসদের একজন সদস্য আপনি। আইন পাস করেন আপনি ইভটিজিং করার জন্য। কেন শেখ হাসিনার সম্মান নষ্ট করছেন?

আইভী বলেন, শেখ হাসিনা আপনার পরিবারের প্রশংসা করে বলে মনে কইরেন না হাতির পাঁচ পা দেখে ফেলেছেন। প্রশংসা কেন করে সেটা জানার চেষ্টা করে করেন। সম্মান দেয়ার চেষ্টা করেন। প্রশংসা আপনার পূর্ব পুরুষদের জন্য করে। সুতরাং মানুষের কাতারে আসেন। বিভক্তি বন্ধ করেন। আপনার চালা চামচাদের থামতে বলেন। না থামলে বন্দর নবীগঞ্জ যেভাবে প্রতিহত করা শুরু করেছে আমারা মনে হয় নারায়ণগঞ্জবাসীও করবে। আপনাদের বলতে চাই জাগো নারায়ণগঞ্জবাসী। জেগে উঠো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করো সন্ত্রাসের বিরুদ্ধে। ভালোবাসো বঙ্গবন্ধুকে।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান, আব্দুল কাদির, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক নারী সংসদ সদস্য অ্যাডভোকেট হোসেন আরা বেগম বাবলী ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Islams Group
Islam's Group