News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

সিদ্ধিরগঞ্জে মুনলাক্স শ্রমিকদের বিক্ষোভ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৭:২০ পিএম সিদ্ধিরগঞ্জে মুনলাক্স শ্রমিকদের বিক্ষোভ

সিদ্ধিরগঞ্জপুল এলাকায় বে-আইনিভাবে বন্ধ কারখানা মুনলাক্স এ্যাপারেলস লিমিটেড খুলে দেয়া ও ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ সমাবেশ করেন ওই কারখানার সাড়ে ৩ শতাধিক শ্রমিক।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ করেছেন।

মুনলাক্স গার্মেন্টসের শ্রমিক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ গার্মেন্ট ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা শাখার আহবায়ক এম এ শাহীন, যুগ্ন আহবায়ক ইকবাল হোসেন, মুনলাক্সের শ্রমিক রাজু আহাম্মেদ, মাহফুজ ও নাজমা আক্তার প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে প্রচলিত শ্রম আইন অনুযায়ী উৎপাদনশীল কোন কারখানা বন্ধ রাখার কোন সুযোগ নেই। মুনলাক্স এ্যাপারেলস লে-অফ করে বন্ধ রাখার মতো কোন সংকট বা পরিস্থিতি সেখানে দেখা দেয়নি। কারখানার মালিক শ্রমিকদের ন্যায্য মজুরি ও আইনানুগ পাওনা থেকে বঞ্চিত করে ক্ষতিগ্রস্ত করার পাঁয়তারা চালিয়েছে। কারখানাটি গাজীপুরে সরিয়ে নেয়ার হীন উদ্দেশ্যে শ্রম আইন লঙ্ঘন করে বে-আইনিভাবে বন্ধ করে রেখেছে। সংকট নিরসনের জন্য নারায়ণগঞ্জের কলকারখানা পরিদর্শন অধিদপ্তর থেকে মালিককে দুবার নোটিশ করার পরও হাজির হয়নি। ফলে শ্রমিকদের অভিযোগের প্রেক্ষিতে উপ-মহাপরিদর্শক মুনলাক্স এ্যাপারেলস লে-অফ এর মাধ্যমে বন্ধ রাখার বিষয়টি খতিয়ে দেখার পর সেটা বিধি সম্মত হয়নি বলে কারখানা খুলে দিয়ে শ্রমিকদের কাজে নিয়োগ করার জন্য গত ৫ মার্চ মালিককে নোটিশ দিয়েছেন।

বকেয়া বেতন-ভাতা আদায় ও কারখানা খুলে দিয়ে উৎপাদনের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে নেতৃবৃন্দ আগামী রবিবার (১৯ মার্চ) সকাল ১০টায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রধান কার্যালয় ঢাকা বিজয় নগর এলাকার শ্রম ভবন ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছেন। তাঁরা আরও বলেন সিদ্ধিরগঞ্জের এসও এলাকার এস এস ক্রিয়েটিভ স্টিজ গার্মেন্টস শ্রমিকদের ৩ মাসের বকেয়া বেতন আদায় ও শিমরাইল এলাকার এ্যাপোলো ইস্পাত কারখানার শ্রমিকদের আইনানুগ পাওনা আদায়ের দাবিতে ৩টি কারখানা এক সাথে শ্রম ভবন ঘেরাও করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।

Islams Group
Islam's Group