নারায়ণগঞ্জ আদালতপাড়া থেকে এক বাক প্রতিবন্ধী নারীর কোলের বাচ্চা ছিনতাই হয়েছে জানিয়েছেন একজন আইনজীবী। গোলাম সারোয়ার নামের ওই আইনজীবী বুধবার (১৫ মার্চ) নিজের ফেসবুক আইডিতে এ সম্পর্কিত একটি পোস্ট করেন।
তিনি লিখেন, ১৫ মার্চ এই বোবা মহিলাটি আমাদের কোর্টে ভিক্ষা করার জন্য এসেছিল। আসর নামাজের পরে দেখি মহিলাটি কাঁদতেছে। তার বাচ্চাকে একটি মহিলা নিয়ে গেছে। আমরা জানতাম বোবার কোন শত্রু নেই। মহিলাটি অন্য হয়ে তার বাচ্চাকে খুঁজছে।
আইনজীবী গোলাম সারোয়ার জানিয়েছেন বোবা মহিলাটি আজকে তার শিশুকে নিয়ে ভিক্ষা করতে এসেছিল। পরে তাকে এসপি অফিসে পাঠানো হয়। সেখান থেকে তাকে ফতুল্লা থানায় নেয়া হয়েছে।
আপনার মতামত লিখুন :