News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নারায়ণগঞ্জে ‘চিত্রপটে ত্বকী’ প্রদর্শনী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৭:২৪ পিএম নারায়ণগঞ্জে ‘চিত্রপটে ত্বকী’ প্রদর্শনী

তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর উপলক্ষে ‘চিত্রপটে ত্বকী’ শিরোনামে ত্বকীকে নিয়ে দেশের বিশিষ্ট ৪৭ জন শিল্পীর আঁকা চিত্রকর্মের প্রদর্শনী শুক্রবার (১৭ মার্চ) থেকে নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে। চিত্রপটে ত্বকী পর্ষদ আয়োজিত এ প্রদর্শনী গত ৫ থেকে ১১ মার্চ ঢাকার জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্য সচিব হালিম আজাদ এ তথ্য জানান।

শুক্রবার বিকাল চারটায় আলী আহাম্মদ চুনকা নগর মিরনায়তনে প্রদর্শনীর উদ্বোধন করবেন বিশিষ্ট শিক্ষাবিদ শিল্পসমালোচক অধ্যাপক সৈয়দ মনজুরুর ইসলাম। আলোচনা করবেন শিল্পী শিশির ভট্টাচার্য ও ত্বকীর বাবা শিল্পী রফিউর রাব্বি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চিত্রপটে ত্বকী পর্ষদের আহ্বায়ক শিল্পী জাহিদ মুস্তাফা।

প্রদর্শনীর শিল্পীরা হচ্ছেন হাশেম খান, রফিকুন নবী, আবদুল মান্নান, শহীদ কবির, আবদুস শাকুর, ফরিদা জামান, বীরেন সোম, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, তরুণ ঘোষ, সৈয়দ হাসান মাহমুদ, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, জিএম খলিলুর রহমান, জাহান আফরোজ, মনিরুজ্জামান, আতিয়া ইসলাম অ্যানি, রফিউর রাব্বি, এম. আর দিদার, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, মাসুক হেলাল, সমীরণ চৌধুরী, আহমেদ নাজির, সাহিদা আকতার, সনজীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, মো. জহিরউদ্দিন, ফজলুর রহমান ভুটান, রুবিনা নার্গিস, সামছুল আলম আজাদ, রাশেদুল হুদা, রেজাউল হক লিটন, শহীদ আহমেদ মিঠু, আনিসুজ্জামান, দুলাল চন্দ্র গাইন, সুশান্ত অধিকারী, গুপু ত্রিবেদী, আজমীর হোসেন, অনুকূল চন্দ্র মজুমদার, অমল আকাশ, নাসির আহমেদ, সুমন ওয়াহিদ, মামুন হুসাইন, আরিফুর রহমান তপু, শাহনুর মামুন ও জিয়াউর রহমান।

প্রদর্শনীর সময় সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। প্রদর্শনী চলবে ২৩ মার্চ বৃহস্পতিবার পর্যন্ত।

Islams Group
Islam's Group