নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জের সীমান্তবর্তী এলাকা সাইনবোর্ডে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পূর্ব পাশে অবস্থিত অন্যতম বৃহত্তম মিতালী মার্কেট। এই মার্কেটে রয়েছে অসংখ্য দোকান, কারখানা। এছাড়াও সাইনবোর্ডের পুরো এলাকা জুড়েই গড়ে উঠেছে অসংখ্য বহুতল ভবন। যেসব ভবনে রয়েছে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠান থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আদায় করলেও ব্যবসায়ীরা রয়েছেন নানা দুর্ভোগে। বিশেষ করে সাইনবোর্ড এলাকার বেহাল সড়কগুলোর কারণে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পণ্য আনা নেয়া করতে হয় ব্যবসায়ীদের।
জানা গেছে, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকাটির পূর্বপ্রান্তে অবস্থিত মিতালী মার্কেট। এই মিতালী মার্কেটের অসংখ্য বহুতল ভবন রয়েছে। মিতালী মার্কেটের আশেপাশেও গড়ে উঠে অসংখ্য বহুতল ভবন ও মার্কেট। এসব বহুতল ভবন মার্কেটেও অসংখ্য দোকান রয়েছে। বিশেষ করে এসব দোকানগুলোতে বিভিন্ন গার্মেন্টস পণ্যের বিকিকিনি চলে। এছাড়াও এসব এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মিনি গার্মেন্ট, প্রিন্টিং ও নিটিং কারখানা। এছাড়া সাইনবোর্ডর পশ্চিমপ্রান্তেও বেশ কিছু মার্কেট গড়ে উঠেছে যেগুলোতেও বিভিন্ন গার্মেন্টস পণ্যের বেচাকেনা চলে।
এদিকে, এসব ব্যবসায়ীক প্রতিষ্ঠানের সবগুলোই যেমন ট্রেড লাইসেন্স রয়েছে তেমনি তাঁরা আয়করও প্রদান করছে। অথচ সাইনবোর্ড এলাকার সড়কগুলোর অবস্থা অত্যন্ত বেহাল। জানা গেছে, সাইনবোর্ড এলাকাটি ফতুল্লার কুতুবপুর ইউনিয়ন পরিষদের আওতাধীন। তবে সাইনবোর্ড এলাকা থেকে যে পরিমাণ রাজস্ব আদায় হচ্ছে সে অনুপাতে এলাকার উন্নয়ন হচ্ছে না বললেই চলে। বিশেষ করে সাইনবোর্ড এলাকার সড়কগুলো যেমন ভাঙ্গাচোরা তেমনি ড্রেনেজ ব্যবস্থাও অনুন্নত। যেকারণে বর্ষা মৌসুমে বৃষ্টি আসলেই জলাবদ্ধতায় নাকাল হতে হয় এলাকাবাসীকে। এছাড়া ভাঙ্গাচোরা সড়কের কারণে ব্যবসায়ী ও শ্রমিকদের পোহাতে হয় নানা দুর্ভোগ। বিশেষ করে পণ্য পরিবহনের সময় প্রায়শই যানবাহন উল্টে যাওয়ার ঘটনা ঘটে।
আপনার মতামত লিখুন :