News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

জাহাঙ্গীরের বাড়িতে শিশুদের সাথে আইভী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ১২, ২০২৩, ১০:৫০ পিএম জাহাঙ্গীরের বাড়িতে শিশুদের সাথে আইভী

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী শিশুদের দেখলেই যেন আকুল হয়ে উঠেন। শিশুরাও তাকে দেখে ছুটে আসে একান্ত আপনজন মনে করে। আইভীও তাদের সাথে শিশুসুলভ আচরণে মেতে উঠেন। সবমিলিয়ে আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়ে থাকে ওই সময়ে।

প্রতিবারের মতো এবারও যেন এর ব্যর্থয় ঘটেনি। শনিবার (১১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বাড়িতে শিশুদের নিয়ে মেতে উঠেছিলেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শিশুরাও যেন ভুলে গিয়েছিলেন তারা একজন প্রভাবশালী নেত্রীর সাথে রয়েছেন।

জানা যায়, এদিন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের বড় ভাইয়ের স্ত্রীর কুলখানী ছিল। আর এই কুলখানী অনুষ্ঠানকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী অংশগ্রহণ করেছিলেন।

মেয়র আইভী জাহাঙ্গীরের বাড়িতে যাওয়ার সাথে সাথে শিশুদের মাঝে শোরগোল পড়ে যায়। মেয়র আইভী আসছেন বলে তাদের কানাকানি শুরু হয়। যেন তাদের আর সহ্য হচ্ছিল না কতক্ষণে তারা মেয়র আইভীর কাছে আসবেন।

একপর্যায়ের সকল শিশুরা একত্রিত হয়ে মেয়র আইভীর কাছে আসনে। আইভীও তাদের একান্ত আপনজনের মতো কাছে টেনে নেন। সেই সাথে শিশুরা সহ পরিবারের সদস্যদের নিয়ে ছবি তুলেন।

এদিন জাহাঙ্গীরের ভাইয়ের স্ত্রীর কুলখানীতে যোগ দেন মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব ও সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী এর আগেও বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বলেছেন শিশু দেখলেই তিনি এগিয়ে যান। তাদের সাথে খুনসুটিতে মেতে উঠেন।

Islams Group
Islam's Group