News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

চাষাঢ়ায় তিতাস অফিস ঘেরাও করবে আমরা নারায়ণগঞ্জবাসী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩, ০৮:০৯ পিএম চাষাঢ়ায় তিতাস অফিস ঘেরাও করবে আমরা নারায়ণগঞ্জবাসী

অরাজনৈতিক সংগঠন ‘আমার নারায়ণগঞ্জবাসী’ জ্বালানী গ্যাসের সঙ্কটের প্রতিবাদে রাস্তায় নামছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তথা শহীদনগর, সৈয়দপুর, নলুয়াপাড়া, তামাকপট্টি, নিতাইগঞ্জ, পাইকপাড়া, ভূইয়াপাড়া, নয়াপাড়া, জল্লারপাড়, মন্ডলপাড়া, টানবাজার, পালপাড়া, আমলাপাড়া, ১নং বাবুরাইল, ২নং বাবুরাইল, দেওভোগ, কাশিপুর, নাগবাড়ী, আদর্শ নগর, বেপারীপাড়া, নন্দীপাড়া, ভূইয়ারবাগ, গলাচিপা, কলেজ রোড, মাসদাইর, আমলাপাড়া, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, গাবতলী, ডন চেম্বার, মিশনপাড়া সহ অধিকাংশ এলাকার বাসা বাড়ীতে গত প্রায় ১৫ দিন যাবৎ তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে।

দিনে তো দূরে থাক, গভীর রাতেও গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস সংকটের কারণে গভীর রাতে মা-বোনেরা রান্না করতে গিয়ে হিমসিম খাচ্ছে এবং অসুস্থ্য হয়ে পরছে। এই বিষয়ে প্রতিদিন স্থানীয় ও জাতীয় পত্র পত্রিকায় লেখালেখি হচ্ছে।

এই সৎকট থেকে উত্তরন ও গ্যাস প্রাপ্তির দাবীতে আগামী ৩১ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় “আমরা নারায়ণগঞ্জবাসী”র সংগঠনের পক্ষ থেকে চাষাঢ়া বালুর মাঠে অবস্থিত তিতাস গ্যাস অফিস ঘেরাও কর্মসূচী পালিত হবে। ভুক্তভোগী সম্মানিত নারায়ণঞ্জবাসীকে শান্তিপূর্ণ অফিস ঘেরাও কর্মসূচীতে যোগদান করার বিনীত আহ্বান জানানো হচ্ছে।

Islams Group
Islam's Group