News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

আরও ৩০ লাখ টাকার চেক দিলেন সেলিম ওসমান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১১:০৮ পিএম আরও ৩০ লাখ টাকার চেক দিলেন সেলিম ওসমান

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের জন্য অ্যাডভোকেট মো. মোহসীনের হাতে ৩০ লাখ টাকার চেক তুলে দিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান।

২৬ জানুয়ারি সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল পরিচিত সভায় সাধারণ সম্পাদক প্রার্থী ও বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়ার হাতে এই চেক তুলে দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ  সদস্য লিয়াকত হোসেন খোকা।

এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আইনজীবী সমিতির সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল, সহ সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট রবিউল আমিন রনি, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমানসহ প্রমুখ।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবন নির্মাণের জন্য এখন পর্যন্ত নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান ৪ কোটি ৬ লাখ টাকা প্রদান করেছেন।

Islams Group
Islam's Group