News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

আজমেরী ওসমানের নাম ভাঙান বক্কর মোল্লা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সিটি করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৩, ১০:১৬ পিএম আজমেরী ওসমানের নাম ভাঙান বক্কর মোল্লা

নারায়ণগঞ্জ মহানগর সিদ্ধিরগঞ্জ থানার দুই নং ঢাকেশ্বরী এলাকার এক সময়ের বেবি চালক বক্কর মোল্লার বিরুদ্ধে উঠতে শুরু করেছে নানা অভিযোগ। আজমেরী ওসমানের নাম ভাঙিয়ে এলাকায় নানা ধরনের অপরাধ নিয়ন্ত্রণ শুরু করেছেন তিনি। তার ভয়ে স্থানীয়রাও তটস্থ থাকেন।

এলাকাবাসী জানান, গোদনাইল এলাকার মৃত হাশেম মোল্লার ছেলে বক্কর মোল্লা এক সময়ে টু স্ট্রোক বেবি ট্যাক্সি চালাতো। পরে যুবলীগ নামধারী নেতা কাজী আমিরের হাত ধরে গড়ে তুলে কিশোর গ্যাং। নিয়ন্ত্রণে নেন অপরাধ জগত।

এলাকাবাসী আরো জানান, বক্কর মোল্লা ঢাকেশ্বরীতে অফিস খুলে বসেছেন। সেখানে বসে কিশোর গ্যাং, মাদক ও ঝুট সেক্টার নিয়ন্ত্রণ করছেন।

স্থানীয় একজন জনপ্রতিনিধি জানান, ঐতিহ্যবাহী পরিবারে উত্তরসূরি আজমেরি ওসমানের নাম ভাঙিয়ে নামধারী নেতা কাজী আমির ও বক্কর মোল্লা ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। এমন কোন অপরাধ নাই তাঁরা করছে না। কাউন্সিলর হিসেবে আমার কাছে অনেক বিচার আসে কিন্তু কিছু করতে পারি না। শুধু শুনে যাচ্ছি আর দেখে যাচ্ছি। কিছু করতে পারছি না।

Islams Group
Islam's Group