News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

নাসিকের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩, ০৭:২২ পিএম নাসিকের কার্যক্রম পরিদর্শন করলেন বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নগর পরিকল্পনা এবং উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। ২৫ জানুয়ারী বুধবার সকালে বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারের নেতৃত্বে দলটি নাসিকের নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন।

বেলা সাড়ে ১০ টায় প্রতিনিধি দলটি শহরের আলী আহাম্মদ চুনকা পাঠাগার পরিদর্শন করেন। এসময় তাদের সামনে নারায়ণগঞ্জের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা ও ঐতিহ্য তুলে ধরেন সিটি করপোরেশনের কর্মকর্তাবৃন্দ। পরে শহরের শেখ রাসেল নগর পার্ক, বাবুরাইল লেক, জিমখানা লেক এবং নিমতলী লেক পরিদর্শন করেন তারা।

দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনে শহরের উন্নয়ন এবং পরিকল্পনা শীর্ষক আলোচনা সভায় যোগ দেয় প্রতিনিধি দলটি। সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার, কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক, নাসিক সিও শহীদুল ইসলাম, নগর পরিকল্পনাবিন মঈনুল ইসলাম, আরবান ডেভলোপমেন্ট স্পেশালিস্ট ইশিতা এ অবনী প্রমুখ।

আলোচনা সভায় নাসিকের বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়। এসময় নারায়ণগঞ্জকে আগামীতে পরিবেশ বান্ধব, পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ গড়ে তোলার রূপরেখা উপস্থাপন করেন নাসিকের নগর পরিকল্পনাবিদ। এছাড়া চলমান বর্জ্য বিদ্যুৎ কেন্দ্র, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্য সেবা কেন্দ্র, হাসপাতাল, ঐতিহাসিন স্থাপনের কার্যক্রম তুলে ধরেন। উত্থাপিত প্রকল্পের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল।

বিশ্ব ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার বলেন, 'নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিকল্পনাগুলো ভালো এবং সুদূর প্রসারিত। কিন্তু বর্তমানে দেশে বিদ্যমান একাধিক দপ্তরের সাথে সমন্বয় করে কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করাটা বড় চ্যালেঞ্জ। দাপ্তরিক জটিলতা অব্যহত থাকলে তা দেশের উন্নয়ন কার্যক্রমে অন্তরায় তৈরী করবে। এই বিষয়ে আরও অগ্রসর ভুমিকা রাখা প্রয়োজন।'

বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলাই সেক বলেন, 'নাসিকের পরিকল্পনায় আমি অভিভূত। আমরা বাংলাদেশের বিভিন্ন সংস্থাকেই অর্থ প্রদান করে সহায়তা করে আসছি। সেদিক থেকে আমরা আন্তরিক।'

সভাপতির বক্তব্যে সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, 'প্রধানমন্ত্রী ডিজিটালের পরে স্মার্ট সিটি গড়ার নির্দেশনা দিয়েছেন। এর জন্য মানুষকেও স্মার্ট করতে হবে। আমাদের যেসব দপ্তরগুলো আছে তারা যদি আন্তরিক হয় তাহলেই আমরা স্মার্ট নগর গড়ার কাজে হাত দিতে পারি। এজন্য আমাদের সহযোগী উন্নয়ন সংস্থাগুলোর সহায়তা অনেক বেশী প্রয়োজন। তাদের সহায়তার মাধ্যমেই আমরা নগরবাসীকে সুযোগ সুবিধা প্রদান করতে পারি।'

Islams Group
Islam's Group