দ্বিতীয় দফার মেয়াদ শেষ হতে আরো বাকী ৫ মাস। তবে এখনো প্রকল্পের বেশীরভাগ কাজই বাকী। নির্মাণকাজও চলছে ঢিমেতালে। ধুলার ঝড়ে বেহাল দশা যাত্রীদের। ভাঙ্গাচোরা সড়কেও যানবাহনগুলোর করুন দশা। ৮ কিলোমিটার সড়কে ধুলোবালিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। দীর্ঘদিন ধরেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ৬ লেনে উন্নীতরণ প্রকল্পটিতে এ অবস্থা বিরাজ করলেও দেখার যেন কেউ নেই। সড়ক ও জনপথ কর্তৃপক্ষ অনেকটা দেখেও যেন না দেখার ভান করছে। এতে করে সড়কটিতে চলাচল করতে গিয়ে দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ মানুষ। ভাঙ্গাচোরা সড়কের পাশাপাশি ৮ কিলোমিটার সড়কে ধুলোবালিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি।
আপনার মতামত লিখুন :