বন্দরে প্রয়ত ব্যবসায়ী মরহুম সফিউদ্দিন কন্ট্রাকটারের স্বপ্ন পূরণ করলেন তার স্ত্রী হাজী ফাতেমা বেগম মৌসুমী। বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে মরহুম স্বামীর কথা রাখার জন্য তার কনিষ্ঠ পুত্রকে হেলিকপ্টারে চড়িয়ে বিয়ে করিয়ে গোটা বন্দর উপজেলায় তাক লাগিয়ে দেন তিনি।
পরিবারের তথ্য সূত্রে জানা গেছে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের দক্ষিণপাড়া মাস্টার বাড়ি এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন মরহুম সফিউদ্দিন প্রধান। তিনি জীবদ্দশায় তার কনিষ্ঠ পুত্র মফিজুল ইসলাম শোভনকে হেলিকপ্টার দিয়ে বিয়ে করানোর আগ্রহ প্রকাশ করে মৃত্যু বরণ করেন। স্বামীর স্বপ্ন পূরণের জন্য তার স্ত্রী হাজী ফাতেমা বেগম মৌসুমী অনেক পরিশ্রমের মাধ্যমে তার ছেলে মফিজুল ইসলাম শোভন ও নববধূ সুরাইয়া আক্তার দম্পতিকে হেলিকপ্টারে চড়িয়ে তার বাড়িতে বরণ করে নেন। নব দম্পতির জন্য হাজী ফাতেমা বেগম মৌসুমী সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
আপনার মতামত লিখুন :