News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ৩০ জানুয়ারি, ২০২৩, ১৬ মাঘ ১৪২৯

শামীম ওসমান ও সেই এসপি হারুন এক ফ্রেমে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২২, ১১:২২ পিএম শামীম ওসমান ও সেই এসপি হারুন এক ফ্রেমে

দীর্ঘদিন পর আবারো এক ফ্রেমে দেখা গেছে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান ও পুলিশের ডিআইজি গোয়েন্দা শাখার প্রধান হারুন অর রশীদকে। তিনি এখন পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা হলেও রাজধানী লগোয়া নারায়ণগঞ্জবাসীর কাছে এখনো সেই ‘এসপি হারুন’ হিসেবেই বেশ সমাদৃত।

২৯ ডিসেম্বর রাতে একটি অনুষ্ঠানে এ দুইজন হাজির হন। ওই সময়ে দুইজনকে এক ফ্রেমে একাধিক ছবি তুলতে দেখা গেছে।

ডিআইজি হারুন অর রশিদের ফেজবুক ফ্যান পেজে ওই ছবি আপলোড করা হয়। রোমানিয়া প্রবাসী ডা. তামিমের বিয়ের অনুষ্ঠানে হাজির হন এ দুই নেতা।

হারুন অর রশিদ নারায়ণগঞ্জের পুলিশ সুপার থাকতে বেশ আলোচিত ছিলেন তিনি। ওই সময়ে হকার উচ্ছেদ, ফুটপাত হকারমুক্ত, সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশনের কারণে বেশ প্রসংশিত হয়ে উঠেন। তার প্রস্থানের পর শহরে দেখা দেয় অচলাবস্থা।

সবশেষ ২৮ ডিসেম্বর সিটি করপোরেশনের এক সভায় ডা. সেলিনা হায়াৎ আইভী পুলিশের উদ্দেশ্যে মেয়র বলেন, জেলার সাবেক এসপি হারুনের (বর্তমান ডিবি প্রধান) আমলে ফুটপাত, অটোরিক্সা, যানজট ও ট্রাকস্ট্যান্ড নিয়ম মেনে চলেছিলো। ফুটপাত দিয়ে সাধারণ মানুষ সুন্দরভাবে চলাচল করেছে। এখন কেনো সম্ভব হচ্ছে না?

হারুন অর রশিদ নারায়ণগঞ্জ থেকে যাওয়ার পরে মেয়র আইভীর মায়ের মৃত্যু ও আইভীর গত সিটি করপোরেশনের নির্বাচনের জয়ের পর দেওভোগে চুনকা কুঠিরে ছুটে এসেছিলেন।

হারুন অর রশীদ নারায়ণগঞ্জের এসপি থাকাকালে শামীম ওসমানের বাবা ভাষা সৈনিক একেএম সামসুজ্জোহার মৃত্যুবার্ষিকীতে চাষাঢ়ায় হিরা মহলে যান। এছাড়া পুলিশ সুপারের বাসায় বৈশাখীর অনুষ্ঠানে গিয়েছিলেন শামীম ওসমান।

Islams Group
Islam's Group