News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৬ ডিসেম্বর, ২০২২, ২২ অগ্রহায়ণ ১৪২৯

দেড়যুগের সুখের সংসার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ করেসপন্ডেন্ট প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২২, ০৮:৫৩ পিএম দেড়যুগের সুখের সংসার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু ও দিপা হাশেমের বিয়ে বার্ষিকীতে একটি স্ট্যাটাস বেশ আলোচিত হয়েছে।

দিপা হাশেম লিখেছেন, চটপটে দুর্দান্ত শৈশব যেনো কাটিয়ে না উঠতেই ১৫ বছর অতিক্রম করে এক কিশোরীতে রূপ নিতেই ভালোবাসার হাতছানি পেয়ে প্রণয়ডোরে আবদ্ধ হলাম এই তো সেদিন। তখনও বুঝিনি সংসার কিংবা সংসারের মায়া কি.... শুধু মনে হয়েছে মায়ের কড়া শাসন থেকে মুক্তি পাওয়া আমি এক ডানামেলা উড়ন্ত পাখি। কালের বিবর্তনে ধীরে ধীরে এগিয়ে চললাম আর সংসারের মায়ায় আবদ্ধ হতে থাকলাম। চলতে থাকলাম নতুন এক আমিতে.... সাদা-কালো, ধূসর কিংবা রঙিন সময় হলো আমাদের সাথী। কত সুখ-দুঃখ, চড়াই-উৎরাই পার করতে হয়েছে যে তার তো ইয়ত্তা নেই। কঠিন থেকে কঠিন সময় পার করেছি আমরা একসাথে হাসিমুখে। আল্লাহর অশেষ কৃপা আর অসীম রহমতে আমাদের এই সংসারে ভালোবাসার কমতি হয়নি কখনো আলহামদুলিল্লাহ। আমাদের একসাথে চলা এই দীর্ঘ ১৮ বছরে কতটা আমি সফল কিংবা কতখানি ব্যর্থ তার হিসেব কষে দেখিনি কখনো। তবে আজ উপলব্ধি করি এতটুকু, কাল আমি মারা গেলে যদি তোমার চোখ বেয়ে আমার জন্য তোমার চোখের পানি গড়িয়ে পড়ে তাহলেই আমি সম্পূর্ণ সফল একজন সহধর্মিণী। আর আমাকে যদি জিজ্ঞেস করা হয়, স্বামী হিসেবে তুমি কেমন? আমার উত্তর একবাক্যেই হবে...আল্লাহ তোমাকে আমার জীবনে শ্রেষ্ঠ উপহার স্বরূপ হিসেবে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ। যৌবন হতে শেষ বয়স পর্যন্ত এরকম একজন থাকা ভাগ্যের ব্যাপার। শুভ বিবাহবার্ষিকী প্রিয়।

Islams Group
Islam's Group