News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

নারায়ণগঞ্জে স্কিন কেয়ার নিয়ে ‘গার্লস অ্যান্ড গ্লোরী’


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফারহানা মোশারফ মিতু : প্রকাশিত: আগস্ট ১, ২০২২, ১০:৪৬ পিএম নারায়ণগঞ্জে স্কিন কেয়ার নিয়ে ‘গার্লস অ্যান্ড গ্লোরী’

নারায়ণগঞ্জে রূপচর্চা নিয়ে অনেকেই কাজ করছেন ভিন্ন ভিন্ন পর্যায়ে। তার মধ্যে যার নাম আসে তিনি হলেন আরজু শামীম অভি। নারায়ণগঞ্জের চাষাঢ়ার আল জয়নাল ট্রেড সেন্টারের ৩য় তলায় অবস্থিত স্কিন কেয়ার ও  ফিটনেস সেন্টার গার্লস অ্যান্ড গ্লোরীর পরিচালিকা তিনি।

মূলত তিনি একজন বেসরকারি ব্যাংকের কর্মকর্তা। তিনি গোগনগর ইউনিয়নের হাজী মো আনোয়ার হোসেনের মেয়ে। সরকারি তোলারাম কলেজ থেকে একাউন্টিং বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন।

মূলত তার এই প্রতিষ্ঠান করার উদ্যোগ আসে তার নিজের স্কিন কেয়ার থেকেই। তিনি তার স্কিনের জন্য  ঢাকার ধানমন্ডির বিভিন্ন স্কিন কেয়ার এ ট্রিটমেন্ট নিতেন। এছাড়াও তিনি দেশের বাইরে গিয়েও ট্রিটমেন্ট নিয়েছেন কয়েকবার। সময় এবং অর্থ  দুটোই বেশি যাচ্ছিল বলে তখন তার মনে হয়েছিল। তখন থেকেই তার স্বপ্ন যে তিনি নিজের স্কিন কেয়ারের পাশাপাশি সকল নারীদের জন্য নারায়ণগঞ্জে স্কিন কেয়ার ট্রিটমেন্ট চালু করবেন।

তারপর তিনি ২০২১ সালে নিজের জমানো টাকা দিয়ে নারায়ণগঞ্জে স্কিন কেয়ার ট্রিটমেন্ট চালু করেন।

অন্যান্য জায়গার তুলনায় সার্ভিস চার্জ কমই রাখছেন তিনি।

Islams Group
Islam's Group