নারায়ণগঞ্জের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত একটি নাম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার গীতিকার এবং শিশু সাহিত্য নিয়ে কাজ করছেন। সাহিত্য অঙ্গনে তার অবাধ বিচরণ,বিভিন্ন সংগঠনের সাথে তিনি কাজ করে যাচ্ছেন নিরলস ভাবে।
জন্ম ৫ জুলাই ১৯৮৪ ব্রাহ্মণবাড়িয়ায় হলেও,তার শৈশব কৈশোর কেটেছে নারায়ণগঞ্জে।আমলাপাড়া আদর্শ স্কুলে পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেনী পর্যন্ত,এরপর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ হাই স্কুল থেকে এস এস সি পাশ করেন। এরপর ভর্তি হন সরকারী তোলারাম কলেজ এ পাশাপাশি ব্যবসায় জড়িয় পরেন।
তিনি কবিয়াল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি পাশাপাশি বিভিন্ন সাহিত্য সংগঠন ও লেখালেখির সাথে জড়িত। কবিয়াল ফাউন্ডেশন একটি সাহিত্য সংগঠন হলেও কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে।
কবির কিছু কবিতা যা পাঠকদের মন জয় করে নিয়েছে
"তোমার মনে লিখে রাখা আমারই এমন এক গল্প
ভালোবাসার যোগ বিয়োগে হয়নি কখনো অল্প। "
"সৃষ্টির মাঝে স্রষ্টা, স্রষ্টার মাঝে সৃষ্টি, মাঝখানে আমি এক অধরা বৃষ্টি। "
"সবুজ জমিনে লাল
এই আমার স্বর্গধাম
বাংলার বুকে এঁকে দিলাম
বঙ্গবন্ধু শেখ মুজিবের নাম।"
"এই কাটাকুটির শহরে
সব প্রিয় নয়, কিছু অপ্রিয়ও বটে।"
"নিয়ম করে হয় কি আর বেঁচে থাকা
অনিয়মেই মানুষ বাঁচে,
মানুষই করে মানুষ দিয়ে মানুষ খেলা..."
"যখন উঠে চাঁদ, হয় যে রাত,
তুমি আমি পাশাপাশি,
রাখো বিশ্বাসে দুহাতে হাত।"
"এ নাম ঐ নাম যে নামেই খুঁজো তুমি।
"বঙ্গবন্ধু" নামেই মুক্তি এই বাঙালির।"
ভালোবাসার জলে আমি এক নদী
তুমি চলো এদিক ঐদিক, আমি নিরবধি।
যদি চোখে রাখা যায় চোখ
ঠোঁটে ছোঁয়া যায় ঠোঁট
তবে না হয় ভালোবাসাও হোক,
ভালোবাসা হোক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লিখেছেন একটি গান "নেত্রী আমার শেখ হাসিনা "শিরোনামে গীতিকার বাপ্পি সাহা,কন্ঠশিল্পী আসমা দেবযানী, সুর সোহেল নিজামী
ছোটদের নিয়ে একটি গান লিখেছেন
"ছোট্র মনি সোনা মনি "
গীতিকার বাপ্পি সাহা, সুরকার মিতু মোর্শেদ, কণ্ঠশিল্পী জয়িতা পাল
আরো কিছু লিখা সামনে প্রকাশের অপেক্ষায়
সৃষ্টি, সুন্দর কল্যাণে... এই শিরোনামে কবিয়াল ফাউন্ডেশন এর কার্যক্রম,দরিদ্র লেখকদের পাশে দাড়ানো,ছিন্নমূল শিশুদের মাঝে খাবার বিতরণ,করোনায় মাক্স, হেন্ড সেনেটারিস, নগদ অর্থ ও উপহার সামগ্রী বিতরণ ,ঈদ সামগ্রী, ইফতার,শীত বস্ত্র বিতরণ সহ সামাজিক নানা কাজে কবিয়াল ফাউন্ডেশন পাশে থাকে এবং আছেন।
মানুষ মানুষের জন্য এই নিয়ে তার সর্ব কাজ,মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে তিনি কাজ করে যাচ্ছেন মানুষের জন্য।
বাপ্পি সাহা ‘কবিয়াল’ (কাব্যজনের প্রতিবিম্ব) সাময়িকী’র সম্পাদকের দায়িত্ব পালন করছেন ও kobial24. com এর সম্পাদক
ইতোপূর্বে তার লেখা বইঃ রাঙা প্রজাপতির ডানা (কবিতা ২০১৪), ছায়াদ্বীপ (গল্প ২০১৫), স্মৃতির ক্যানভাসে (কবিতা ২০১৬), বিষাদের খেয়া (কবিতা ২০১৭), বাপ্পি সাহা’র শত কবিতা (কবিতা ২০১৮), সৃষ্টিতার উষ্ণ চুম্বন (উপন্যাস ২০১৯), মুখোশের অন্তরালে (উপন্যাস ২০২০), সকলের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ( ২০২১),বাপ্পি সাহা'র একশো প্রেম... (কাব্যগ্রন্থ ২০২১),কিশোর মুক্তিযুদ্ধ ( ২০২১), ভূতের আস্তানা (২০২২), নানান দেশের রূপকথা (২০২২)
সম্পাদিত গ্রন্থ: জনক, স্মারকগ্রন্থ ‘এক তর্জনীর স্বাধীনতা’ (মুজিববর্ষ-২০২০),স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মারকগ্রন্থ ( কবিয়াল সাহিত্য উৎসব-২০২১)
পুরষ্কারঃ
বঙ্গবন্ধু সাহিত্য পুরষ্কার ২০১৮
জীবনানন্দ দাশ সাহিত্য পুরষ্কার ২০১৯
জাতীয় কবি স্মৃতি সম্মাননা ২০১৬ আয়োজকঃ অগ্নীবীনা
স্মৃতি ৭১ কাব্য সাহিত্যে
বঙ্গবীর ওসমানী স্মৃতি পুরষ্কার ২০১৩ (কবিতায়) সংশপ্তক শিশু -কিশোর সংগঠন
স্মারক সম্মাননা কাব্য চর্চায় সমতটের কাগজ (২০১৭)
দক্ষ সংগঠকের মর্যাদায় -২০১৪ ভোরের আকাশ
সাহিত্যে হিউম্যান রাইটস্ গোল্ড মেডেল পুরষ্কার ২০১৮
কবি খান মুহাম্মদ মঈনউদ্দিন সাহিত্য পুরষ্কার ২০১৩ ( কাব্য সাহিত্যে)
জসীমউদ্দীন সাহিত্য পুরষ্কার ২০২১ লেখক উন্নয়ণ কেন্দ্র।
ভারত বাংলাদেশ মৈত্রী পরিষদ থেকে কবিতায় বঙ্গবন্ধু পদক ২০২২
ইমেইলঃ [email protected]
মুঠোফোনঃ ০১৮৪৯৭৯৬৯২২
আপনার মতামত লিখুন :