News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আয়েশা নাজনিনের জন্মদিন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৬:১৮ পিএম আয়েশা নাজনিনের জন্মদিন

তুই আমার প্রাণ ভোঁমড়া,
তুই-ই পূর্নিমার আলো।
তুই আমার হৃদস্পন্দন
সবার চোখের আলো।
নানার মত হবিরে তুই
এই সমাজের কাছে।
হিংসা-বিদ্ধেষ দূরে ঠেলে
থাকবি মিলে মিশে।
অনেক বড় আশা নিয়ে
তোকে ভালোবাসি,
ঘটা করে তাই তো রে তোর
নাম "আয়েশা নাজনীন" রাখি।

১১ মে' ২০২৩ "আয়েশা নাজনীন" এর  জন্মদিনে সবার দোয়া চাই।

সে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সহ-সভাপতি ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি, কেন্দ্রীয় আমরা মোহামেডান এর সাধারণ সম্পাদক ডি এইচ বাবুলের নাতনি ও নারায়ণগঞ্জ হাই স্কুলের সহকারী শিক্ষিকা নাজনীন সুলতানার মেয়ে।

Islams Group
Islam's Group