News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

আইভীক নিয়ে শামীমপুত্র অয়ন ওসমানের স্ট্যাটাস


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২০, ২০২৩, ১১:২৪ পিএম আইভীক নিয়ে শামীমপুত্র অয়ন ওসমানের স্ট্যাটাস

আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় না হলেও মহানগর ছাত্রলীগকে বশেই রাখেন শামীম ওসমান পুত্র অয়ন ওসমান। বিএনপিসহ রাজনৈতিক অন্যান্য ইস্যুতে খুব একটা মুখ না খুললেও মাঝে মাঝেই নিজের পিতার সমালোচনাকারীদের একহাত নেন তিনি। তারই ধারাবাহিকতায় এবার মেয়র আইভীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনামূলক স্ট্যাটাস দিয়েছেন তিনি।

গত ১৪ মার্চ নগর ভবনে আন্দোলনরত পরিচ্ছন্নকর্মীদের কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন আইভী। সেই ক্ষোভ প্রকাশের কথাবার্তা বেশ কিছু গণমাধ্যমে প্রচার হয়। তেমনই একটি সংবাদ নিজের ওয়ালে শেয়ার করেন অয়ন ওসমান।

সেখানে অয়ন ওসমান লিখেন ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত পরিচ্ছন্নকর্মীদের ৬ দফা দাবি অত্যন্ত যৌক্তিক। ১৭৫ টাকা মজুরি এই সময় কিভাবে হয়! একজন নাগরিক হিসেবে বলছি, অনতিবিলম্বে দরিদ্র মানুষের চাকরি না খেয়ে সিটি করপোরেশনের মেয়রের উচিত সকল পরিচ্ছন্নকর্মীর এই সব যৌক্তিক দাবি বাস্তবায়ন করা। মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানবতার মা, মেয়র যদি নির্যাতন চালান, অসহায়দের দাবি বাস্তবায়ন না করেন তাহলে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কর্মী হতে পারেন নাই। আপনাদের কাজে মাননীয় প্রধানমন্ত্রীর বদনাম হলে মানুষ ধীক্কার দিবে।’

এরপর ১৭ মার্চ মেয়র আইভী শামীম ওসমানকে উদ্দেশ্য করে বক্তব্য রাখেন দলীয় কার্যালয়ে ও ত্বকী মঞ্চের প্রোগ্রামে। সেখানে ১৯৮১ সালের কথা স্মরণ করিয়ে দিয়ে শামীম ওসমানের উদ্দেশ্যে সাবধানী বার্তা প্রদান করেন।

একদিন পরেই অয়ন ওসমান ফরাজিকান্দায় হোন্ডা বাহিনীর সমালোচনা করেন এবং মেয়র আইভীর সমালোচনা করে লিখেন, ‘মেয়র বলে আমি ১৯৮১ সালের ঘটনা পুনরাবৃত্তি করতে চাই না, খবর আছে। তার মানে তখন অপকর্মে তোমারাই জড়িত। ঘটনা পুনরাবৃত্তি করতে চাইলে নারায়ণগঞ্জের জনগণ বসে থাকবে না...আঙ্গুল চুসবে না...সবাই থুথু, ধীক্কার দিবে। তোমাদের মত অপকর্মকারীরা গণধোলাই খেয়ে দৌড়িয়ে পালাবে, ইতিহাস তাই বলে।’

সবশেষ ২০ মার্চ অয়ন ওসমান মেয়র আইভীকে ফুফু সম্বোধন করে লিখেন, ‘নারায়ণগঞ্জ এর ১৫/২০ হাজার তরুণ যুবকদের চামচা ডেকে অসম্মান করার অধিকার আপনার নাই। যারা রাজনীতি করে, তাঁরা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবেসে রাজনীতি করে, তাঁরা প্রধানমন্ত্রী বলতে অজ্ঞান। আপনার মত কোটি কোটি টাকার স্বার্থে প্রধানমন্ত্রীর রাজনীতি করে না। শহরের জন্য করে, প্রধানমন্ত্রীকে ভালোবেসে করে, বঙ্গবন্ধুর চেতনায় করে, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে করে। আপনার মত বামপন্থীদের নিয়ে, জামাত বিএনপিদের নিয়ে রাজনীতি করে না।

ফুপু আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনার যে ধৈর্যের বাঁধটা আছে সেটা আপনি ভেঙে ফেলেন এবং ঐটা মেরামত করতে যাদেরকে আপনি চামচা ডাকছেন, তাঁরা এটা মেরামত করতে যখন যাবে। তাঁরা চামচা নাকি যোদ্ধা তখনই আপনি টের পাবেন।’

Islams Group
Islam's Group