News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

শেখ হাসিনার বলিষ্ঠ অগ্রযাত্রা চলবে


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি : প্রকাশিত: মার্চ ১৬, ২০২৩, ০৬:৪৬ পিএম শেখ হাসিনার বলিষ্ঠ অগ্রযাত্রা চলবে

বাংলাদেশের স্বাধীনতার মূল নায়ক শেখ মুজিবুর রহমানের জন্মদিবস উপলক্ষে তাঁর নীতি এবং আদর্শের একমাত্র পথ প্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ অগ্রযাত্রা চলবে.... এই প্রত্যাশায়...

শেখ মুজিবের জন্মবার্ষিকীতে “ Lis ভার্সেটাইলস” এর পক্ষ থেকে অভিনন্দন

তুমি চাঁদের আলোর স্নিগ্ধ হাসি
মহাসাগরের ঢেউ,
মাগো, তুমি পৃথিবীর বুকে শ্রেষ্ঠ নারী,
স্বপ্নজগতের কেউ।
মাগো, তুমি হিংসা নও, শুধু সরলতা,
বসন্তের রাত্রী,
তুমি খোলা আকাশের নক্ষত্র,
আলোকিত পৃথিবী।।
মাগো, তুমি কষ্টের মাঝে সুখের ছোঁয়া,
মমতাময়ী প্রেয়সী,
তুমি বহুদূর পথ হেঁটে আসা,
ক্লান্ত পথিকের সাথী।।
মাগো, তুমি ধ্বংস নও, শুধু মানবতার সেবক,
ঠিকানাহীন শিশুর আদর,
তুমি গীর্জার পাশে বন্দনারত
দুঃখিনী মায়ের চাদর।।
মাগো, তুমি বাংলার বুকে, স্রষ্টার দয়া,
শেখ মুজিবের উল্লাস,
তুমি পবিত্রতার মূর্ত প্রতিক,
মহাপ্রলয়ের পূর্বাভাস।।

মাগো, তোমার পায়ে মিলিবে কি মোর,
একটু খানি ঠাঁই,
ধন-সম্পদ, টাকা-কড়ি আমি,
কিছুই নাহি চাই।।
তোমার তরে দেশের কাজে, হাত বাড়াতে চাই,
একটু খানি দয়া করো মাগো,
আঁচলে দিও ঠাঁই।
আমি তোমার দামাল ছেলে,
ভাসি চোঁখের জলে,
৭১ এ জন্ম আমার, হয়নি মাগো ভুলে।।
মাগো, তুমি আরেকটু পথ,
এগিয়ে নিয়ে যাও
আমরা তোমার বাধ্য ছেলে,
সভ্য হতে দাও।।
আমি রবের ছোট্ট গোলাম
যদি, একটু দয়া পাই,
তোমার পায়ে মাথা দিতে,
রবের আজ্ঞা চাই।।

তোমার আদর্শই সঠিক মাগো,
তোমার নীতিই মানি,
শেখ মুজিবের সেনা তুমি,
স্বচ্ছ তোমার বানী।।

সৌজন্যে : ইসলাম গ্রুপের পরিচালক মনিরুল ইসলাম

Islams Group
Islam's Group