নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনের ৬৯তম জন্মদিন ৮ মার্চ। তিনি পা রাখতে যাচ্ছেন ৭০ বছরে।
১৯৭২ সালে ছাত্রলীগের রাজনীতি দিয়ে রাজনীতিতে পদার্পন শুরু করেন। ওই সময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন তিনি। ১৯৭৩ সালে তিনি নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের ছাত্র সংসদের জিএস নির্বাচিত হন। ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের হত্যা করা হলে নারায়ণগঞ্জে প্রথম প্রতিবাদ মিছিল করেছিলেন আনোয়ার হোসেন। নিয়মিত বঙ্গবন্ধুর বিচার দাবি তরান্বিত করতে গোপন বৈঠক করেছিলেন তিনি। দেয়াল লিখন চিকামারা কর্মসূচি সহ কেন্দ্র থেকে পাঠানো লিফলেট বিতরন করেছিলেন। একই বছর আনোয়ার হোসেনকে সেনাবাহিনী গ্রেফতার করে নিয়ে যায়। ব্যাপক নির্যাতনের শিকার হন আনোয়ার হোসেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার, রাজশাহী কারাগারেও রাখা হয়েছিল তাকে। টানা ১৪ মাস কারাভোগ করেছিলেন আনোয়ার হোসেন। ১৯৭৭ সালে আনোয়ার হোসেন কারাগার থেকে মুক্তি পেয়ে রাজনীতিতে আবারো সক্রিয় হন। ১৯৭৮সালে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। কেন্দ্রীয় ছাত্রলীগের বেশকবার সদস্য, ট্রেজারার, সহ-সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন আনোয়ার হোসেন। ১৯৮৪সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হন। ২০১৩ সালের ১১ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ার হোসেন সভাপতি করে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের কমিটি গঠন করেছেন। এছাড়াও তিনি ১/১১ এর মত কঠিন সময়ে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের হাল ধরেছিলেন।
আপনার মতামত লিখুন :