শখ থেকে উদ্যোক্তা
পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হবার শখ ছিল সূচনার। সেই শখ পূরণেই ধীরে ধীরে আর্টিফিসিয়াল ফুলের গহনা, ব্যতিক্রমী গহনা তৈরি করে চলছেন তিনি। প্রবল ইচ্ছা, বুদ্ধি ও শখকে শক্তিতে পরিণত করে অল্প পুঁজি নিয়েই উদ্যোক্তা হয়েছেন জান্নাত শারমিন সূচনা।
সূচনা জানান, ছোট থেকেই আর্ট ও ক্রাফটের প্রতি বিশেষ আকর্ষণ ছিল তার। পড়াশোনার পাশপাশি