নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার চনপাড়া বস্তির শীর্ষ মাদক কারবারি ও র্যাবের উপর হামলা মামলার প্রধান আসামী বজলুর রহমান ওরফে বজলু মেম্বার তিনটি মামলায় দুইদিন করে ছয়দিনের রিমান্ড দিয়েছে আদালত।
২০ নভেম্বর রোববার সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউসার আলম আদালতের এই আদেশ দিয়েছেন জানিয়েছেন নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান।
এদিন রূপগঞ্জ থানায় করা র্যাবের তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সাত দিন করে মোট ২১ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। পরে আদালত শুনানী শেষে তিন মামলায় ৬ দিনের রিমা- মঞ্জুর করেছেন।
এর আগে বজলুর রহমানকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করে পুলিশ।
শুক্রবার বিকেলে পূর্ব গ্রাম থেকে অস্ত্র, মাদক, জাল টাকা, বিদেশি মুদ্রাসহ বজলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫টি গুলি, ২২০ গ্রাম হেরোইন, ২৫ হাজার ভারতীয় রুপি ও ৭৫ হাজার টাকার জাল নোট, মাদক বিক্রির নগদ সাড়ে ২১ হাজার টাকা ও ১টি মুঠোফোন জব্দ করা হয়।
আপনার মতামত লিখুন :