News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ফতুল্লায় ২ পলাতক আসামী গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২২, ০৮:১৬ পিএম ফতুল্লায় ২ পলাতক আসামী গ্রেফতার

ফতুল্লার মুসলিম নগর থেকে দুর্ধর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী শাহাদাত (২৭) ও ইমনকে (২৪) গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে ফতুল্লার মুসলিমনগর থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা মডেল থানার মুসলিমনগর এতিমখানার মোক্তারের ছেলে শাহাদাত ও একই এলাকার দ্বিন ইসলামের ছেলে ইমন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিয়াজুল হকের নেতৃত্বে  থানা পুলিশের একটি দল শুক্রবার ভোর চারটার দিকে মুসলিমনগর এতিমখানা এলাকায় অভিযান চালিয়ে দুর্ধর্ষ সন্ত্রাসী বহু সংখ্যক মামলার আসামী শাহাদাত ও ইমনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একাধিক মামলাসহ বহু সংখ্যক অভিযোগ ও সাধারণ ডায়েরী রয়েছে বলে জানায় পুলিশ।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, ফতুল্লা থানায় দায়ের করা দ্রুত বিচার আইনের মামলার এজাহার নামীয় পলাতক আসামী শাহাদাত ও ইমন। শুক্রবার ভোরে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

Islams Group
Islam's Group