নারায়ণগঞ্জ সদর থানার বিভিন্ন এলাকা থেকে বিএনপির ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবারা (৩ নভেম্বর) রাতে নাশকতার অভিযোগে শহরের নয়াপাড়া পাইকপাড়া ও গোগনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো সদর উপজেলার মসিনাবন্ধ সুকুমপট্টি এলাকার ওয়াহাব মিয়ার ছেলে মহিউদ্দিন আহম্মদ (৬৩), ১নং বাবুরাইল এলাকার মৃত আলম খানের ছেলে মো. আলী আজম (৫০), নয়াপাড়া পাইকপাড়া এলাকার কাজী নূর উদ্দিনের ছেলেমো. শফিউল্লাহ (৫৫), গোগনগর আমতলা এলাকার বানাই মাদবরের ছেলে মো. শামসুল আলম (৫৮) ও নয়াপাড়া পাইকপাড়া এলাকার মৃত মিন্নাত আলীর ছেলে লিয়াত আলী লিটন (৫০)।
সদর মডেল থানার ওসি তদন্ত দীপক দাস জানান, বিএনপির সক্রিয় ৫ কর্মী বিভিন্ন সময় শহরের বিভিন্ন স্থানে জ্বালাও পোড়াও করে সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। শুক্রবার রাতে তাদের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে।
আপনার মতামত লিখুন :