News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসমাইল গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৩, ১১:০৮ পিএম ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসমাইল গ্রেফতার

ফতুল্লা থানা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক ইসমাইল হোসেন খানকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

শুক্রবার (৩ নভেম্বর) রাতে তাকে ফতুল্লার পাগলা এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আযম মিয়া জানান, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ইসমাইলকে গ্রেফতার করে রাত সাড়ে সাতটার দিকে ফতুল্লা মডেল থানায় সোপর্দ করেছে। গ্রেফতারকৃত যুবদল নেতা ফতুল্লা থানার দায়ের করা নাশকতা মামলার আসামী।

জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক জানান, বৃহস্পতিবার রাত সাতটার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার গ্রেফতারে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা ও গ্রেফতার করে বিএনপির আন্দোলন বন্ধ করা যাবে না। তিনি অতি দ্রুত কারাবন্দী সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

দলীয় সূত্র জানায়, গত কয়েক দিন পূর্বে ফতুল্লা থানা পুলিশের হাতে গ্রেফতার হয় ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ। আহবায়কের পদ শূন্য হয়ে পরলে দুই দিন পূর্বে বুধবার ইসমাইল খানকে যুবদলের ভারপ্রাপ্ত আহাবায়ক করা হয়।

Islams Group
Islam's Group