প্রতারক ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামী প্রতারক কামাল প্রধান অবশেষে গ্রেপ্তার হয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতারক কামালকে জেলহাজতে প্রেরণ করেছে। ডান্ডাবেড়ি পড়া অবস্থায় রোববার (২৯ অক্টোবর) তাকে নারায়ণগঞ্জের আদালতে হাজির করা হয়।
জানা যায়, জাল দলিল সৃজন, চেক জালিয়াতি, চাকরি, বিদেশে লোক পাঠানোর কথা বলে বিভিন্ন মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ ও রাষ্ট্রবিরোধীসহ বন্দর থানাধীন বাগবাড়ী এলাকার প্রতারক কামাল প্রধানের বিরুদ্ধে রয়েছে একাধিক মামলা।
সাজাপ্রাপ্ত মামলার বিবরণে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন মিনারবাড়ী এলাকার মো. নুরুজ্জামানের ছেলে মনির হোসেনের কাছ থেকে ৩ শতাংশ সম্পত্তি বিক্রয়ের নিমিত্তে বায়না নামা দলিল সম্পাদন করা বাবদ ৬ লাখ ৩০ হাজার টাকা নেয় একই থানার বাসিন্দা বাগবাড়ী এলাকার আবুল প্রধানের ছেলে প্রতারক কামাল প্রধান। পরবর্তীতে ভুক্তভোগী মনির হোসেন ৪২৮৭ নম্বরের দলিলটি খোঁজ খবর নিয়ে দেখেন সম্পূর্ণ ভুয়া। গত ২০ সেপ্টেম্বর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক মোহাম্মদ শামছুর রহমান মনির হোসেন রায় প্রদান করেন এবং প্রতারক কামালকে দোষী সাব্যস্ত করে দণ্ড বিধির ৪২০ ধারায় এক বছরের সাজা ও ৫ হাজার টাকা অর্থ দণ্ডে দণ্ডিত করেন অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।
আপনার মতামত লিখুন :