বন্দরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে উল্লেখিত ওয়ারেন্টে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত সোমবার (২৩ অক্টোবর) রাতে বন্দর উপজেলার নয়ামাটি ও কুড়িপাড়া এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে উল্লেখিত সাজাপ্রাপ্ত আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের নয়ামাটি ভাংতি এলাকার মৃত আবু সাঈদ মিয়ার স্ত্রী জরিনা বেগম (৪৮) ও কুড়িপাড়া এলাকার বাবুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া উক্ত এলাকার আল আমিন মিয়ার স্ত্রী জেসমিন (২৫)।
থানা সূত্রে জানাগেছে, বন্দর থানার এসআই আব্দুল বারেক হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় ওয়ারেন্টে তামিল অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মা ও মেয়েকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত পলাতক আসামী জরিনা বেগমের বিরুদ্ধে বন্দর থানার রুজুকৃত ৮(৯)২১নং মামলায় ৬ মাসের সাজা ও ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ৭ দিনের সাজা ও অপর ধৃত মেয়ে জেসমিনের বিরুদ্ধে একই মামলায় ৩ মাসের সাজা ও ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের সাজা প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :