বন্দরে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাকিল (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতকে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে, গত সোমবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৭টায় বন্দর থানার মদনগঞ্জ শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ইয়াবা ট্যাবলেট উদ্ধারে ঘটনায় বন্দর থানার এসআই শওকত আলী বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
ধৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর এলাকার বাবুল মিয়ার ছেলে।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ী শাকিল দীর্ঘদিন ধরে বন্দরের মদনগঞ্জ, লক্ষারচর, শান্তিনগরসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
আপনার মতামত লিখুন :