নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন পোস্ট অফিস রোড এলাকা থেকে খুনসহ ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মো. জুয়েল সরদারকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম।
মঙ্গলবার (২৪ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল সরদার ফতুল্লার পোস্ট অফিস রোড সর্দার বাড়ি এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার সন্ধ্যায় র্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন :