News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

মালবাহী ট্রাকে মিললো সাড়ে ১৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৭:৪৬ পিএম মালবাহী ট্রাকে মিললো সাড়ে ১৬ হাজার ইয়াবা, গ্রেফতার ১

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেক পোস্ট বসিয়ে মালবাহী ট্রাকসহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করছে সোনারগাঁ থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোল প্লাজায় চেক পোস্ট বসিয় তাকে গ্রেফতার করা। জব্দ করা হয়েছে ১৬ হাজার ৫০০ ইয়াবা ও মাদক বহনকারী একটি ট্রাক।

গ্রেফতাকৃত মো. কামাল উদ্দিন কক্সবাজার জেলার রাজাপপালং এলাকার মোজাহের মিয়ার ছেলে।

সোনারাগাঁ থানার ওসি তদন্ত আহসান উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কক্সবাজার থেকে মাদকের একটি বড় চালান নারায়ণগঞ্জ ও ঢাকার দিকে আসছে। এমন সংবাদে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা হয়। এসময় ঢাকা মেট্রো ট ১৬-৯১৪৫ তল্লাশি করে ১৬৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয়েছে মালবাহী ট্রাকটি।

Islams Group
Islam's Group