News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩, ১৪ অগ্রহায়ণ ১৪৩০

বক্তাবলীতে বাবুকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৩


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৩, ০৬:০৬ পিএম বক্তাবলীতে বাবুকে কুপিয়ে হত্যায় গ্রেফতার ৩

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া মোড় এলাকায় সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে অভিযান পরিচালনা করে অটোরিকশা চালক বাবুকে কুপিয়ে হত্যা মামলার ৩ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর একটি টিম।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-১১ সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, চলতি বছরের ২ সেপ্টেম্বর ফতুল্লার কানাইনগর এলাকায় মো. বাবু (৩০) নামে এক অটো চালকের নৃশংস মৃত্যুর ঘটনা ঘটে। ওইদিন সকালে নিহত বাবু ফতুল্লার কানাইনগর বেকারীর মোড় (বক্তাবলী) পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে আসামীগণ বগি, রামদা, চাপাতি, হকিস্টিক ও অন্যান্য দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সজ্জিত হয়ে ভিকটিম বাবুর উপর আক্রমণ করে। গ্রেফতারকৃত আসামী আলাল (৪০), দেলোয়ার (৩৯) ও নাজমুল (৩৮) সঙ্গীয় অন্যান্য আসামীদের সহায়তায় নিহত বাবুর মাথায় ও পায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। নিহতের আর্তচিৎকারে নিহতের ছোট ভাই ও মামাতো ভাইয়েরা এগিয়ে আসলে তাদেরকেও হত্যা উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী ও তার সহযোগী অন্যান্য আসামীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বাবুকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৪ সেপ্টেম্বর কর্তব্যরত চিকিৎসক ভিকটিম মো. বাবুকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনায় নিহত  বাবুর বড় বোন বাদী হয়ে ফতুল্লা থানায় ১৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।

উক্ত হত্যাকাণ্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামীরা কৌশলে আত্মগোপনে থাকে। এরই ধারাবাহিকতায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গত ১৮ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন চাষাঢ়া মোড় এলাকা হতে ফতুল্লা থানার চাঞ্চল্যকর মো. বাবু হত্যা মামলার জড়িত নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কানাইনগর বক্তাবলী এলাকার আব্দুলের ছেলে আলাল (৪০) ও দেলোয়ার (৩৯) এবং একই এলাকার আইয়ুব আলীর ছেলে নাজমুলকে (৩৮) গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা বর্ণিত হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Islams Group
Islam's Group