বন্দরে ১৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ঢাকা কেরানীগঞ্জ এলাকার হাসান মাল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ধামগড় ফাঁড়ি পুলিশ।
গ্রেপ্তারকৃতকে সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করে পুলিশ। এর আগে, রোববার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হাসান মাল মুন্সিগঞ্জ জেলার টংগীবাড়ি থানার লাখারন এলাকার মুকুল মালের ছেলে। বর্তমানে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ঢাকা কেরানীগঞ্জ এলাকার চড়াইল মাঠের পাশে বসবাস করে আসছিল।
ইয়াবা উদ্ধারের ঘটনায় ধামগড় ফাঁড়ি পুলিশ বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে।
এ ব্যাপারে ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক মো. তহিদুজ্জামান জানান, গত রোববার রাত ৮টায় বন্দর উপজেলার মদনপুরস্থ পুলিশ বক্সের সামনে ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের দেওয়ানবাগ কলাবাড়িস্থ জনৈক আরাফাত টি স্টোরের সামনে অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবা উদ্ধারসহ মাদক ব্যবসায়ী হাসান মালকে গ্রেপ্তার করতে সক্ষম হই।
আপনার মতামত লিখুন :