News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

আড়াইহাজারে ৫ ডাকাত গ্রেপ্তার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি : প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৩, ০৬:৩৪ পিএম আড়াইহাজারে ৫ ডাকাত গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো উজান গোবিন্দীর রিফাত মিয়া (২২), রবিন মিয়া (২৬), আব্দুল মান্নান (৩৫), ভাড়াটিয়া সুমন মিয়া (২৫) ও বড় বিনাইরচর গ্রামের ফাহিম মিয়া (২৪)।

পুলিশ জানায়, গত সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বড় ফাউসার হাবিবুল্লাহ ভূঁইয়া ও তার ভাগিনা জুয়েলের বাড়িতে ১০-১৫ সশস্ত্র ডাকাত দল হানা দেয়। বাড়ির গেইট ভেঙ্গে ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে পরিবারের লোকজনকে জিম্মি করে হাবিবুল্লার বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ৬ লাখ ৫২ হাজার ৫’শ টাকা এবং তার ভাগিনার ঘর থেকে একই কায়দায় নগদ টাকা, স্বর্ণালংকারসহ সাত লাখ ৯১ হাজার ৫’শ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ ঘটনায় হাবিবুল্লাহ বাদী হয়ে গত বৃহস্পতিবার আড়াইহাজার থানায় একটি ডাকাতি মামলা দায়ের করলে পুলিশ চিরুনী অভিযানে নামে। উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে দেড় ভরি স্বর্ণ ও ১টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ড চেয়ে শুক্রবার (১৫ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।

Islams Group
Islam's Group