নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে ৫১ কেজি গাঁজা ও ৩৮৮ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর মিডিয়া অফিসার মো. মোশারফ হোসেন এ তথ্য জানান।
এর আগে, বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের রূপসী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন চট্টগ্রামের বাকুলিয়ার বউবাজার এলাকার মো. কবিরের ছেলে মো. শাহ আলম ওরফে মুন্না (২৬), কুমিল্লার মুরাদনগরের বৃষ্টিপুর এলাকার মৃত ধনু মিয়ার ছেলে মো. সাহাবুদ্দিন (২৪) এবং কুমিল্লার দেবিদ্বারের মৃত মতিন মিয়ার ছেলে মো. রুবেল (২৭)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারের ছদ্মবেশ ধারণ করে গাঁজা এবং ফেন্সিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে নারায়ণগঞ্জ, ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।
তাদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।
আপনার মতামত লিখুন :