অসুস্থ স্কুল শিক্ষার্থী হাফসা আক্তারকে হাসপাতালে নিতে গাড়ির জন্য যখন পরিবারের লোকজন রাস্তায় চিৎকার করছে। ঠিক তখনই ঘটনাস্থলে হাজির হয়ে নিজের ব্যক্তিগত গাড়ি থামিয়ে রোগীর পাশে এগিয়ে এলেন বন্দর ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম।
তাৎক্ষণিক তার নিজের ব্যবহারকৃত গাড়ি দিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যায় ওই পুলিশ কর্মকর্তা। গত মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১টায় স্কুল শিক্ষার্থী হাফসা আক্তার (১১) গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বিদ্যুৎবিহীন অন্ধকার রাতে রোগীকে নিয়ে বাড়ির লোকজন চিৎকার করে গাড়ি খুঁজছে। রাস্তায় কোন গাড়ি না থাকায় একজন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে বন্দরে বাগবাড়ি বাসস্ট্যান্ডে রেখে চিকিৎসার অভাবে ছটফট করতে দেখে। মানবতার দৃষ্টিতে পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম তার ব্যক্তিগত গাড়িতে করে ওই শিক্ষার্থীকে উদ্ধার করে তিনি নিজেই হাসপাতালের দিকে ছুটে চলেন। পরে তিনি অসুস্থ শিক্ষার্থীকে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কওে রোগীর স্বজনদের বাসায় পৌঁছে দেয়। হাসপাতালে অসুস্থ শিক্ষার্থী হাফসা আক্তার বন্দরের বাগবাড়ি এলাকার মো. রিপন মিয়ার মেয়ে বলে জানাগেছে।
এ ব্যাপারে ভুক্তভোগী পরিবার জানান, পুলিশ জনগণের বন্ধু, তারা নিঃস্বার্থে জনগণের উপকার করার দৃশ্য আমার দৃষ্টিতে দেখা প্রথম। আত্মমানবতার চরম নজির দেখালেন তিনি। যা আমার নিজের চোখে দেখা প্রথম এমন দৃশ্য। পুলিশ জনগণের বন্ধু এরই প্রমাণ পেলাম নিজের চোখে দেখার পর।
আপনার মতামত লিখুন :