News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

ক্যাপ রোমান হত্যা মামলায় ২ আসামিকে রিমাণ্ড শেষে আদালতে প্রেরণ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১০:৩৯ পিএম ক্যাপ রোমান হত্যা মামলায় ২ আসামিকে রিমাণ্ড শেষে আদালতে প্রেরণ

বন্দরে অনিক সরদার বাহিনী সন্ত্রাসী হামলায় রোমান ওরফে ক্যাপ রোমান হত্যা মামলার ২নং এজাহারভুক্ত আসামী আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম (৩৫) ও ৯নং আসামী জুয়েলকে (৪৫) একদিনের রিমাণ্ড শেষে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

শুক্রবার (৯ জুন) দুপুরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পুনরায় আদালতে প্রেরণ করা হয়।

এর আগে, গত বৃহস্পতিবার (৮ জুন) দুপুরে উল্লেখিত দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে রিমাণ্ডে আনে পুলিশ।

রিমাণ্ডপ্রাপ্ত আসামীরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকার খাজা ওরফে রমজান মিয়ার ছেলে আরজুম ওরফে আরজু ওরফে নাজ্জুম ও একই এলাকার খাঁজা মিয়ার ছেলে জুয়েল।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ক্যাপ রোমান হত্যা মামলার প্রধান আসামী অনিক সরদারসহ এ পর্যন্ত  ৬ জন আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। হত্যা মামলার ২নং আসামী নাজ্জুম ও ৯নং আসামী জুয়েলকে ১ দিনের রিমাণ্ড শেষে শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে রিমাণ্ডপ্রাপ্ত আসামীরা গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। মামলার তদন্ত স্বার্থে এ বিষয়ে আপনাদের কোন তথ্য দিতে পারছি না। বাকি আসামীদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৬ মে রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া বাজারস্থ মরহুম রশীদ সরদারের মার্কেটের সামনে পূর্ব শত্রুতার জের ধরে বন্দর থানার ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আব্দুর রহিম ওরফে আদু মিয়ার ছেলে রোমান ওরফে ক্যাপ রোমানকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষ।

Islams Group
Islam's Group