নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ১৪৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র্যাব-১১ এর সিপিসি ১ এর অতিরিক্ত পুলিশ সুপার কাজী শাহাবুদ্দিন আহম্মেদ।
গ্রেফতার হওয়া মাদক কারবারিরা হলেন কুমিল্লার জেলার কোতয়ালী থানার মো. শাহজাহানের ছেলে জুম্মন (২৯) ও হুমায়ুনের ছেলে মো. ইকবাল (৩৫)।
এর আগে, বৃহস্পতিবার (৮ জুন) সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোড সংলগ্ন বন্ধু বাস কাউন্টারের সামনে থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক-আপ ভ্যান জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন অভিনব কৌশলে ফেন্সিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকার আশেপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। মাদকের পরিবহনে তারা পিক-আপ ভ্যান ব্যবহার করে থাকে। পণ্যসামগ্রীর আড়ালে মাদক পরিবহনই তাদের মূল পেশা।
আসামিদের নামে সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র্যাব।
আপনার মতামত লিখুন :