News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০

দোয়া করো, আল্লাহ রহম করবেন : অনুসারীদের উদ্দেশ্যে মামুনুল হক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: জুন ৬, ২০২৩, ০৬:০৪ পিএম দোয়া করো, আল্লাহ রহম করবেন : অনুসারীদের উদ্দেশ্যে মামুনুল হক

অনুসারীদের কাছে নিজের জন্য দোয়া চেয়েছেন হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হক। মঙ্গলবার (৬ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় দশম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে তোলার সময়ে তিনি এ দোয়া প্রার্থনা করেন।

মামুনুল হক পুলিশ বেষ্টনীর মধ্য থেকেই তার অনুসারীদের উদ্দেশে বলতে থাকেন, ‘তোমরা আমার জন্য দোয়া করো। আল্লাহ রহমত করবেন।’ এসময় অনুসারীরা তাতে সম্মতি দেন এবং মামুনুল হককে সালাম দেন।

আসামিপক্ষের আইনজীবী একেএম ওমর ফারুক নয়ন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয় মামুনুল হককে।

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে দায়ের করা ধর্ষণ মামলায় দুই জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে।

দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামলের আদালতে মামলার বাদীর ছেলে আব্দুর রহমান ও সোনারগায়ের সাংবাদিক এনামুল হক বিদ্যুতের সাক্ষ্য গ্রহণ করা হয়। এ মামলায় এখন পর্যন্ত ২২ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছিল মামুনুল হককে। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।

সকাল সাড়ে ৯টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়। একইসঙ্গে আদালতপাড়া জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে তাকে আবার কাশিমপুর কারাগারে নেওয়া হয়।

Islams Group
Islam's Group