News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: মে ২৩, ২০২৩, ০৮:১৬ পিএম ফতুল্লায় ৩ মাদক ব্যবসায়ীকে জেল-জরিমানা

ফতুল্লার শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু ও তার দুই সহযোগীকে ছয় মাসের কারাদণ্ড ও অনাদায়ে ১’শ টাকা জরিমানা করেছে ভ্রামমাণ আদালত।

সাজাপ্রাপ্ত আসামীরা হলেন ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুরের নুর আলম শিকদারের ভাড়াটিয়া মো. সোহারাব মিয়ার ছেলে বাবু ওরফে হান্ড্রেড বাবু (৩০), একই এলাকার মৃত হাশেমের ছেলে মো. মোকলেস (৪০) ও দাপা ব্যাংক কলোনীর মাসুম মিয়ার ছেলে আলামিন (২৬)।

মঙ্গলবার (২৩ মে) দুপুরে জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত আরা খানম ও সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রবিন মিয়া মাদক সেবন এবং বহনের দায়ে আটককৃত তিনজনকে একশত টাকা অর্থদণ্ড ও ছয় মাসের করাদণ্ডের সাজা প্রদান করেন।

এর আগে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর দাপা ইদ্রাকপুর এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট সেবনকালে শীর্ষ স্থানীয় মাদক ব্যবসায়ী বাবু ওরফে হান্ড্রেড বাবু, মোকলেস ও আলামিনকে আটক করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।

Islams Group
Islam's Group