নারায়ণগঞ্জের বন্দর থেকে ৩৫ হাজার পিস ইয়াবাসহ তৃতীয় লিঙ্গের ৮ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
সোমবার (২২ মে) দুপুরে র্যাব-১১ এর উপ-পরিচালক স্কোয়াড্রন লীডার একেএম মুনিরুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
এর আগে, রোববার (২১ মে) দিবাগত রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর রাফি ফিলিং স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন রফিক ওরফে ললিতা (৪০), রবি আলম ওরফে বিউটি (৪০), একরাম ওরফে পরীমনি (২২), রবি আলম ওরফে প্রিয়া (২৪), মো. আল-আমিন ওরফে নিশি (৩৫), রায়হান ওরফে আঁখি (২০), সাবের ওরফে বিজলী (২২) এবং ফারুক ওরফে রিয়ামনি (২৫)।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের দলের নেতাসহ সকলেই তৃতীয় লিঙ্গের সদস্য। তাঁরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অত্যন্ত কৌশলীভাবে তৃতীয় লিঙ্গের আড়ালে বিভিন্ন স্থানে ভ্রমণের বাহানায় ইয়াবা ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের কাছ থেকে জব্দকৃত ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য ১ কোটি ৫ লাখ টাকা।
র্যাব আরও জানায়, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে মাদক চোরাচালানের সাথে সম্পৃক্তদের বিষয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ সংক্রান্তে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনার জন্য র্যাব-১১ এর গোয়েন্দা নজরদারি ও অভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তাদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানিয়েছেন র্যাব।
আপনার মতামত লিখুন :