News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

ফতুল্লায় ভাড়াটিয়ার শিশু ছেলেকে বলাৎকার, বাড়িওয়ালার ছেলে গ্রেফতার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | ফতুল্লা প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ৩০, ২০২৩, ০৭:৪১ পিএম ফতুল্লায় ভাড়াটিয়ার শিশু ছেলেকে বলাৎকার, বাড়িওয়ালার ছেলে গ্রেফতার

ফতুল্লার ভুইগড়ে ভাড়াটিয়ার ছেলেকে (৯) বলাৎকারের অভিযোগে বাড়িওয়ালার ছেলে সিয়ামকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সিয়াম ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়ার দুলাল মিয়ার ছেলে।

এর আগে, বলাৎকারের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে সিয়ামকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, বাদীর একজন সিএনজি চালক। বাদীর ছেলে একটি আবাসিক মাদ্রাসায় থেকে নাজেরা বিভাগে পড়াশুনা করেন। বাদীর ছেলে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাসায় আসে। বাদীর  স্ত্রী হঠাৎ করে বিশেষ কাজে গ্রামের বাড়িতে যায়। ২৩ মার্চ বাদীর ছেলে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে। বাদী রাত্রে সিএনজি চালায় বলে বাদী তার ছেলেকে রাতের খাবার খাইয়ে রাতে থাকার জন্য বাড়িওয়ালাদের ঘরে দিয়ে আসে। রাতে বাদীর ছেলে বাড়িওয়ালার ছেলে সিয়ামের সাথে শুয়ে পড়ে। রাত দুইটার দিকে বাড়িওয়ালার ছেলে বাদীর ছেলের মুখ চেপে ধরে জোড় পূর্বক বলাৎকার করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায়, মামলা হয়েছে। অভিযুক্ত আসামীকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছে বলে তিনি জানান।

Islams Group
Islam's Group