News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

২ দিনের রিমাণ্ডে সায়েম


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার : প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ১১:০৬ পিএম ২ দিনের রিমাণ্ডে সায়েম

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাকে খারাপ ভাষায় গালাগাল ও সেটার ভিডিও ধারণ করে সাধারণ মানুষের সামনে প্রচারের অভিযোগে গ্রেফতার কাজী রুবায়েত হাসান সায়েমের বিরুদ্ধে দুই দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে ৭ দিনের রিমাণ্ড চেয়ে আদালতে তোলা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. শামসুর রহমান তার বিরুদ্ধে ২ দিনের রিমা- মঞ্জুর করেন।

এর আগে, গত ২৪ মার্চ রাতে জেলা গোয়েন্দা পুলিশের সাব-ইন্সপেক্টর তরিকুল ইসলামের নেতৃত্বে পাইকপাড়ার নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাসা থেকে কাজী রুবায়েত হাসান সায়েমকে গ্রেফতার করা হয়। পরে ২৫ মার্চ সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন পাইপাড়া নয়াপাড়া এলাকার জনৈক কাজী রুবায়েত হাসান সায়েম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত মাকে অশালীন, কুৎসিত ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করেছে। এই গালাগালির ভিডিও মোবাইল ফোনের মাধ্যমে তার বাসার সামনে জনসাধারণকে প্রদর্শন করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দ্রুত সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে কাজী রুবায়েত হোসেনের বাসার ২য় তলা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

Islams Group
Islam's Group