News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১০ জুন, ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০

লাঙ্গলবন্দ স্নানঘাট থেকে ২ চোর আটক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ২৯, ২০২৩, ০৯:৩৩ পিএম লাঙ্গলবন্দ স্নানঘাট থেকে ২ চোর আটক

বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসবে আগত পুন্যার্থীদের মূল্যবান জিনিসপত্র চুরি করে ক্ষতিসাধনের অপরাধে ২ যুবককে আটক করেছে কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ স্নানঘাট থেকে এদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো ফতুল্লা থানার চাঁনমারী এলাকার খোকন মিয়ার ছেলে আব্দুল জলিল (৩০) ও বন্দর থানার ২১নং ওয়ার্ডের শাহীমসজিদ এলাকার গোলাম হোসেন মিয়ার ছেলে তুহিন হোসেন (৩০)।

পরে পুলিশ আটককৃত ২ চোরকে ১৫১ ধারায় বুধবার (২৯ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করেছে।

এ ব্যাপারে নরসিংদী জেলা থেকে আগত এক পুন্যার্থী জানান, বন্দরে লাঙ্গলবন্দ স্নানোৎসবে ছিঁচকে চোর, পকেটমার ও অজ্ঞানপার্টির আনাগোনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। চোরের দল নানা কৌশল অবলম্বন করে স্নানোৎসবে আসা সাধারণ মানুষের মূলবান জিনিসপত্র ও টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে।

Islams Group
Islam's Group