News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯

স্কুল ব্যাগে মিললো ফেন্সিডিল ও গাঁজা, গ্রেফতার ১


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি : প্রকাশিত: মার্চ ১৭, ২০২৩, ০৭:০৯ পিএম স্কুল ব্যাগে মিললো ফেন্সিডিল ও গাঁজা, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৩০ বোতল ফেন্সিডিল ও ৪ কেজি গাঁজাসহ দেলোয়ার হোসেন ওরফে দিলু নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কাঁচপুর পাডাত্তা সাকিনস্ত কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের পাকা  রাস্তার পাশে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার মৃত সিরাজুল হকের ছেলে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম জানান, মাদকের বিরুদ্ধে সোনারগাঁ থানা পুলিশ সব সময় সোচ্চার হয়ে অভিযান পরিচালনা করে সম্প্রতি একের পর এক বড় বড় মাদকের চালান আটক করেছি। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাচঁপুর এলাকা থেকে ফেন্সডিল ও গাঁজাসহ দেলোয়ার হোসেনকে আটক করেছি। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Islams Group
Islam's Group